WBCHSE (H.S) Class 12 Geography question paper 2015 with answers | H.S Class 12 Geography question paper 2015 with answers | WBCHSE (H.S) Class 12 Geography solved question paper 2015 | WBCHSE (H.S) Class 12 Geography previous year solved question paper 2015 | উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2015 এবং উত্তর - Kabir Mondal

An Educational Website kabirmondal.blogspot.com offers NCERT Solutions, CBSE Solutions, WBBSE English Class - 6,7,8,9,10, WBCHSE (H.S) English Class 11,12, Texts, Notes, Grammar, Projects, Writings, PDF Books and Notes, Previous Year Question Paper, Sample Paper, MCQ questions and answers, Short (SAQ) questions and answers, Broad/Long/Descriptive questions and answers, MCQ Practice Sets, SAQ Practice Sets, Health and Fitness Tips and many more.

Fresh Topics

Thursday, 5 October 2023

WBCHSE (H.S) Class 12 Geography question paper 2015 with answers | H.S Class 12 Geography question paper 2015 with answers | WBCHSE (H.S) Class 12 Geography solved question paper 2015 | WBCHSE (H.S) Class 12 Geography previous year solved question paper 2015 | উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2015 এবং উত্তর

WBCHSE (H.S) Class 12 Geography question paper 2015 with answers | H.S Class 12 Geography question paper 2015 with answers | WBCHSE (H.S) Class 12 Geography solved question paper 2015 | WBCHSE (H.S) Class 12 Geography previous year solved question paper 2015 | উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2015 এবং উত্তর

GEOGRAPHY
(New Syllabus)
2015
Total Time 3 Hours 15 minutes
Total Marks : 70

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।

Instructions to the Candidates :
1.Special credit will be given for answers which are brief and to the point.
2.Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
3.Figures in the margin indicate full marks
for the questions.

বিভাগ – ক / PART – A
(MARKS : 35)

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 7×5=35

(a) নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলির সচিত্র বিবরণ দাও। ‘রিয়া’ ও ‘ফিয়র্ড উপকূলের মধ্যে পার্থক্য উল্লেখ করো। 4+3

অথবা,
কার্স্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপ কীরূপে সৃষ্টি হয় তার সচিত্র ব্যাখ্যা দাও। মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার প্রভাব আলোচনা করো ? 5+2

(b) ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে প্রভেদ কী ? মৌসুমি বায়ুর ওপর ‘জেট বায়ুপ্রবাহ’-র প্রভাব বিশ্লেষণ করো। 4+3

অথবা,
বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি উল্লেখ করো। জীববৈচিত্র্যের গুরুত্ব কী ? ‘দুর্যোগ’ ও ‘বিপর্যয়ের’ মধ্যে পার্থক্য নিরূপণ করো ? 3+2+2

(c) ‘স্বাভাবিক ক্ষয়চক্র’ তত্ত্বটি আলোচনা করো। জল নির্গমন প্রণালীর সাথে তা নীচস্থ ভূতাত্ত্বিক গঠনের সম্পর্ক উদাহরণসহ ব্যাখ্যা করো ? 4+3

(d) ‘কোয়াটারনারি’ ও ‘কুইনারি’ অর্থনৈতিক কার্যাবলির মধ্যে পার্থক্যগুলি কী কী ? আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের প্রভাবের মূল্যায়ন করো ? ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা সম্পর্কে লেখো ? 3+2+2

অথবা,
পশ্চিম ভারতে পেট্রো-রসায়ন শিল্পের উন্নতির কারণগুলি বিশ্লেষণ করো ? কানাডা কাগজ শিল্পে উন্নত কেন ? ‘আইসোডোপেন’ কী ? 3+2+2

(e) জনবণ্টনে ভূ-প্রকৃতির প্রভাব আলোচনা করো ? কার্যাবলি অনুযায়ী পৌরবসতির শ্রেণিবিভাগ করো ? ‘ক্ষুদ্র’ ও ‘বৃহৎ’ পরিকল্পনা অঞ্চলের মধ্যে প্রভেদ কী ? 3+2+2

বিভাগ – খ / PART – B
(MARKS : 35)

2. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×21=21

(i) মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালি গড়ে ওঠে তাকে বলে -
(a) বৃক্ষরূপী জলনির্গম প্রণালী
(b) অঙ্গুরীয় সদৃশ জলনির্গম প্রণালী
(c) জাফরীরূপী জলনির্গম প্রণালী
(d) সমান্তরাল জলনির্গম প্রণালী
উত্তরঃ (d) সমান্তরাল জলনির্গম প্রণালী

(ii) হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয় -
(a) চীন সাগর
(b) বঙ্গোপসাগর
(c) বিস্কে উপসাগর
(d) ক্যারিবিয়ান সাগর
উত্তরঃ (a) চীন সাগর

(iii) একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হলো -
(a) ঘূর্ণিঝড়
(b) ভূমিকম্প
(c) সুনামি
(d) বাঁধের ছাড়া জলে বন্যা
উত্তরঃ (d) বাঁধের ছাড়া জলে বন্যা

(iv) প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ হলো -
(a) লৌহ ইস্পাত শিল্প
(b) পশম সংগ্রহ
(c) নরম কাঠের বাণিজ্য
(d) তথ্যপ্রযুক্তি সংক্রান্ত গবেষণা
উত্তরঃ (b) পশম সংগ্রহ

(v) কার্পাস বজ্রবয়ন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান হলো -
(a) কার্পাস উৎপাদক অঞ্চলের কাছে
(b) বাজারের কাছে
(c) নদীর ধারে
(d) বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছে
উত্তরঃ (a) এবং (b) দুটোই হবে

(vi) শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বটি প্রতিষ্ঠা করেন -
(a) ওয়েবার
(b) লস্
(c) হুভার
(d) ভন থুনেম
উত্তরঃ (a) ওয়েবার

(vii) চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে -
(a) অঙ্গারযোজন
(b) আর্দ্র বিশ্লেষণ
(c) জলযোজন
(d) জারণ
উত্তরঃ (a) অঙ্গারযোজন

(viii) ভারতে পরিযান সর্বাধিক ঘটে -
(a) গ্রাম থেকে শহরে
(b) শহর থেকে শহরে
(c) গ্রাম থেকে গ্রামে
(d) শহর থেকে গ্রামে
উত্তরঃ (a) গ্রাম থেকে শহরে

(ix) ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে বলে -
(a) মৌজা
(b) হ্যামলেট
(c) শুষ্কবিন্দু বসতি
(d) আর্দ্র বিন্দু বসতি
উত্তরঃ (b) হ্যামলেট

(x) অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো -
(a) সাক্ষরতার হার
(b) মোট অভ্যন্তরীণ উৎপাদন
(c) প্রত্যাশিত আয়ুষ্কাল
(d) ক্রয়ক্ষমতার সমতা
উত্তরঃ (b) মোট অভ্যন্তরীণ উৎপাদন

(xi) হলদিয়া শিল্পকেন্দ্রে যে দুটি নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে তা হলো -
(a) কংসাবতী ও হলদি নদী
(b) কেলেঘাই ও হলদি নদী
(c) রূপনারায়ণ ও হলদি নদী
(d) হুগলি ও হলদি নদী
উত্তরঃ (d) হুগলি ও হলদি নদী

(xii) যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে -
(a) ফিয়র্ড
(b) টম্বোলো
(c) স্পিট
(d) হুক
উত্তরঃ (b) টম্বোলো

(xiii) একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো -
(a) লিথোসল
(b) রেগোসল
(c) পলিমৃত্তিকা
(d) পডজল
উত্তরঃ (d) পডজল

(xiv) নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রীনহাউস গ্যাস নয় সেটি হলো -
(a) CO₂
(b) O₂
(c) O₃
(d) CFC
উত্তরঃ (b) O₂

(xv) ভারতে জীববৈচিত্র্যের উন্নবিন্দু বলে পরিগণিত হয় -
(a) পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য
(b) গাঙ্গেয় সমভূমি
(c) ছোটোনাগপুর মালভূমি
(d) থর মরুভূমি
উত্তরঃ (a) পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য

(xvi) মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তা হলো -
(a) স্থানান্তর কৃষি
(b) প্রথাগত কৃষি
(c) সেচন কৃষি
(d) শুষ্ক কৃষি
উত্তরঃ (d) শুষ্ক কৃষি

(xvii) ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্যসূচক হলো -
(a) < 1
(b) >1
(c) 1
(d) 0
উত্তরঃ (b) >1

(xviii) 2011-এর আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বময় রাজ্য হলো -
(a) পশ্চিমবঙ্গ
(b) কেরালা
(c) উত্তরপ্রদেশ
(d) বিহার
উত্তরঃ (d) বিহার

(xix) ভারতের জনগণনা দপ্তরের সংজ্ঞা অনুযায়ী কোনো শহরের ন্যূনতম জনসংখ্যা হলো -
(a) 1000
(b) 5000
(c) 10,000
(d) 1,00,000
উত্তরঃ (b) 5000

(xx) পানামা খাল যুক্ত করেছে -
(a) ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে
(b) আটলান্টিক ও ভারত মহাসাগরকে
(c) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে
(d) প্রশান্ত ও ভারত মহাসাগরকে
উত্তরঃ (c) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে

(xxi) ভারতের একটি পরিকল্পিত অঞ্চলের উদাহরণ হলো -
(a) দামোদর উপত্যকা অঞ্চল
(b) হলদিয়া শিল্পাঞ্চল
(c) হুগলি শিল্পাঞ্চল
(d) ডিগবয় নাহারকাটিয়া অঞ্চল
উত্তরঃ (a) দামোদর উপত্যকা অঞ্চল

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×14=14

(i) “OPEC’-এর তাৎপর্য কী ?
উত্তরঃ খনিজ তেল রপ্তানিকারক দেশসমূহের সংগঠন যা সংগঠন দেশগুলির তেল উৎপাদন ও রপ্তানি সংক্রান্ত নীতি নির্ধারণ ও স্বার্থরক্ষার কাজে নিযুক্ত।

(ii) ভিলাই-এর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন্ অঞ্চল থেকে আকরিক লৌহ সংগ্রহ করে ?
উত্তরঃ ভিলাই-এর লৌহ ইস্পাত কেন্দ্রটি ছত্তিশগড়ের দাল্লি রাজহারা এবং বায়লাডিলা অঞ্চল থেকে আকরিক লোহা সংগ্রহ করে।

অথবা,
বেঙ্গালুরু কী ধরনের শিল্পের জন্য বিখ্যাত ?
উত্তরঃ বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পের জন্য বিখ্যাত।

(iii) জনবিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছায় ?
উত্তরঃ জনবিবর্তনের চতুর্থ পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছায়।

অথবা,
মানুষ জমির অনুপাত-এর সংজ্ঞা দাও ?
উত্তরঃ মানুষ-জমি অনুপাত হল কার্যকর জমির আয়তন ও জনসংখ্যার পরিমাণের অনুপাত।

(iv) নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে কী নামে অভিহিত করা যায় ?
উত্তরঃ নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে ইন-সিটু কনজারভেশন বা স্ব-স্থানে সংরক্ষণ বলে।

(v) অনুসারী শিল্পগুচ্ছ কাকে বলে ?
উত্তরঃ একটি বৃহৎ শিল্পকে কেন্দ্র করে উক্ত শিল্পজাত দ্রব্য ব্যবহার করে যে অপেক্ষাকৃত ছোটো ছোটো শিল্প গড়ে ওঠে সেগুলিকে অনুসারী শিল্পগুচ্ছ বলে।

(vi) এল নিনো কী ?
উত্তরঃ ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্বপ্রান্তে পেরু, ইকুয়েডরের পশ্চিম উপকূল দিয়ে কোনো কোনো বছর ডিসেম্বর-জানুয়ারি মাসে যে দক্ষিণমুখী উষ্ণ স্রোত প্রবাহিত হয় তাকে এলনিনো বলে।

অথবা,
ভূ-মধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন্ বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল শুষ্ক থাকে ?
উত্তরঃ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে পশ্চিমা বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল শুষ্ক থাকে।

(vii) রেগোলিথ কাকে বলে ?
উত্তরঃ আবহবিকারের ফলে শিলা প্রথমে ভেঙে যায়। দীর্ঘদিন ধরে ভাঙতে ভাঙতে শিলা বড়, মাঝারি, ছোট বিভিন্ন দানায় পরিণত হয়। এই শিলাচূর্ণ ভূ-ত্বকের ওপর এক পাতলা নরম আস্তরণ তৈরি করে তাকে রেগোলিথ বলে।

অথবা,
আর্টেজীয় কূপ কী ধরনের শিলাস্তরে দেখা যায় ?
উত্তরঃ চুনাপাথর বিশিষ্ট শিলাস্তরে সাধারণত ভাঁজের অধভঙ্গে বা সমনত গঠন বিশিষ্ট জলগ্ৰাহক শিলাস্তরে দেখা যায়।

(viii) ভারতের প্রধান সয়াবীন উৎপাদনকারী রাজ্য গুলির নাম করো।
উত্তরঃ ভারতের প্রধান সয়াবীন উৎপাদনকারী রাজ্যগুলি হল - তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশ।

(ix) কোনো শহরের ‘কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল’ বলতে কী বোঝো ?
উত্তরঃ কেন্দ্ৰীয় বাণিজ্যিক অঞ্চল হল কোনো শহরের ব্যবসা ও পৌর কর্মতৎপরতার কেন্দ্রস্থল এবং এখানে মুখ্য বাণিজ্যিক রাস্তাঘাট ও সরকারী বাড়িগুলি আছে।

অথবা,
ভারতে ‘মেগাসিটি’-র ন্যূনতম জনসংখ্যা কত ?
উত্তরঃ ভারতের মেগাসিটির নূন্যতম জনসংখ্যা হল 50 লক্ষ।

(x) ‘সোনালি চতুর্ভুজ’ বলতে বোঝায় ?
উত্তরঃ ভারতের চারটি বৃহৎ মেট্রোপলিটন শহর যথা দিল্লী, কোলকাতা, মুম্বাই, চেন্নাইকে 6 চ্যানেল বিশিষ্ট চারটি জাতীয় সড়কপথ দ্বারা যুক্ত করা হয়েছে যাকে সোনালি চতুর্ভুজ বলে।

(xi) ‘শস্যাবর্তন’ কাকে বলে ?
উত্তরঃ একই কৃষিজমিতে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল উৎপাদন করা হয় যাতে জমির উর্বরা শক্তি বজায় থাকে। একে শস্যাবর্তন বলে।

অথবা,
বাজারভিত্তিক উদ্যান কৃষি বলতে কী বোঝায় ?
উত্তরঃ শহরের বাজারে দৈনন্দিন প্রয়োজনীয় টাকা আনাজ বা সবজি সরবরাহের জন্য শহরের উপকন্ঠে বা অদূরে সড়কপথের সান্নিধ্যে সবজি খামার বা বাজারভিত্তিক উদ্যান কৃষি গড়ে ওঠে।

(xii) ‘সম্মুখ তটভূমি’ ও ‘পশ্চাৎ তটভূমির’ মধ্যে পার্থক্য কী ?
উত্তরঃ A. সমুদ্র জলের ঊর্ধ্ব সীমা ও নিম্ন সীমার মধ্যবর্তী অংশ কে সম্মুখ তটভূমি বলে। অন্যদিকে সমুদ্র জলের ঊর্ধ্ব সীমা থেকে উপকূল রেখা পর্যন্ত বিস্তৃত অংশ কে পশ্চাৎ তটভূমি বলে। 
B. সম্মুখ তটভূমি জোয়ারের প্রভাবে জল পূর্ণ ও ভাটার প্রভাবে জলমুক্ত হয়। অন্য দিকে পশ্চাৎ তটভূমি অধিকাংশ সময় উন্মুক্ত থাকে। 

(xiii) নাতিশীতোয় তৃণভূমি অঞ্চলে কী ধরনের মৃত্তিকা গঠিত হয় ?
উত্তরঃ নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে চারনোজেম মাটি দেখা যায়।

অথবা,
‘এলুভিয়েশন’ কাকে বলে ?
উত্তরঃ মৃত্তিকার ওপরের স্তরে যেসব খনিজ পদার্থ থাকে সেগুলি বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নীচের দিকে স্থানান্তরিত হয়। এইভাবে মৃত্তিকার ওপরের স্তর থেকে নীচের স্তরে পদার্থের পরিবহন প্রক্রিয়াকে এলুভিয়েশন বলে। A স্তরে এই প্রক্রিয়া দেখা যায়।

(xiv) প্রবাল প্রাচীর কাকে বলে ?
উত্তরঃ মৃত প্রবালের চুনাগঠিত কঠিন খোলক বা আবরণগুলি অগভীর সমুদ্র তলদেশে জমে যখন দীর্ঘ অপ্রশস্ত ভূ-ভাগ তৈরি হয় তাকে প্রবাল প্রাচীর বলে।

No comments:

Post a Comment