WBCHSE (H.S) Class 12 History question paper 2023 with answers | H.S Class 12 History question paper 2023 with answers | WBCHSE (H.S) Class 12 History solved question paper 2023 | WBCHSE (H.S) Class 12 History previous year solved question paper 2023 | উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2023 এবং উত্তর
HISTORY
(New Syllabus)
2023
Total Time : 3 hours 15 Minutes
Total Marks : 80
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
Special credit will be given for answers which are brief and to the point.
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Figures in the margin indicate full marks for the questions.
PART – A
(Marks – 40)
(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী)
যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি খণ্ড থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8×5=40
খণ্ড - ক
(i) পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায় ? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী ? 3+5
অথবা,
‘মিথ’ বলতে কী বোঝো ? মিথ ও কিংবদন্তীর মধ্যে পার্থক্য নির্দেশ করো। 4+4
(ii) পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো।
(iii) নানকিং ও তিয়েনসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। 4+4
(iv) একজন সমাজসংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো।
খণ্ড - খ
(v) মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনের (1919) সমালোচনামূলক বিশ্লেষণ করো।
অথবা,
বাংলায় 1943 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল ? এই ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা কী ছিল ? 4 + 4
(vi) ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু’র অবদান পর্যালোচনা করো।
(vii) সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো। 4+4
(viii) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল ? 5+3
বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলীর (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE -এ লিখতে হবে।
(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী )
প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো : 1 x 24 = 24
(i) ‘হাজার দুয়ারী জাদুঘর’ হল একটি -
(a) প্রাকৃতিক জাদুঘর
(b) প্রত্নতাত্ত্বিক জাদুঘর
(c) জীবন্ত জাদুঘর
(d) ঐতিহাসিক জাদুঘর
উত্তরঃ (d) ঐতিহাসিক জাদুঘর
(ii) মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম -
(a) ‘একাত্তরের ডায়েরী’
(b) ‘আমি নেতাজীকে দেখেছি’
(c) ‘জীবনের ঝরাপাতা’
(d) ‘সেদিনের কথা’
উত্তরঃ (d) ‘সেদিনের কথা’
(iii) উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন -
(a) ম্যাগেলান
(b) ভাস্কো-ডা-গামা
(c) কলম্বাস
(d) বার্থোলোমিউ ডিয়াজ
উত্তরঃ (d) বার্থোলোমিউ ডিয়াজ
(iv) ‘দ্য ওয়েলথ অব নেশনস্’ গ্রন্থের লেখক -
(a) অ্যাডাম স্মিথ
(b) হবসন
(c) লেনিন
(d) অমর্ত্য সেন
উত্তরঃ (a) অ্যাডাম স্মিথ
(v) ভারতীয় শাসন কাঠামোয় নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন -
(a) ওয়ারেন হেস্টিংস
(b) লর্ড কর্নওয়ালিস
(c) লর্ড ওয়েলেসলি
(d) উইলিয়াম বেন্টিঙ্ক
উত্তরঃ (b) লর্ড কর্নওয়ালিস
(vi) স্তম্ভ-১-এর সাথে স্তম্ভ – ২ মেলাও :
বিকল্প সমূহ :
(a) (i)-(A), (ii)-(B), (iii)-(C), (iv)-(D)
(b) (i)-(C), (ii)-(B), (iii)-(D), (iv)-(A)
(c) (i)-(D), (ii)-(C), (iii)-(A), (iv)-(B)
(d) (i)-(B), (ii)-(D), (iii)-(A), (iv)-(C)
উত্তরঃ (d) (i)-(B), (ii)-(D), (iii)-(A), (iv)-(C)
(vii) 1843 সালে চীনে কোন্ চুক্তি স্বাক্ষরিত হয় ?
(a) পিকিং সন্ধি
(b) নানকিং সন্ধি
(c) বোগের সন্ধি
(d) তিয়েনসিনের সন্ধি
উত্তরঃ (c) বোগের সন্ধি
(viii) ‘গুলামগিরি’ গ্রন্থটির রচয়িতা হলেন -
(a) জ্যোতিবা ফুলে
(b) শ্রীনারায়ণ গুরু
(c) স্বামী দয়ানন্দ সরস্বতী
(d) আত্মারাম পাণ্ডুরঙ্গ
উত্তরঃ (a) জ্যোতিবা ফুলে
(ix) আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন -
(a) উইলিয়াম হান্টার
(b) থিওডোর বেক
(c) স্যার সৈয়দ আহমেদ খান
(d) লর্ড হেস্টিংস
উত্তরঃ (b) থিওডোর বেক
(x) সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন -
(a) সান উয়ান-পেই
(b) কোয়াংসু
(c) কাং ইউ-ওয়ে
(d) চেন-তু-সিউ
উত্তরঃ (c) কাং ইউ-ওয়ে
(xi) রাওলাট কমিশনের অপর নাম হল -
(a) সিডিশন কমিশন
(b) হুইটলি কমিশন
(c) সাইমন কমিশন
(d) ওয়াটসন কমিশন
উত্তরঃ (a) সিডিশন কমিশন
(xii) কত সালের 16 আগস্ট ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা’ ঘোষিত হয় ?
(a) 1930 সাল
(b) 1931 সাল
(c) 1932 সাল
(d) 1933 সাল
উত্তরঃ (c) 1932 সাল
(xiii) ক্রীপস প্রস্তাবকে “একটি ফেলপড়া ব্যাঙ্কের আগামী তারিখের চেক” বলেছিলেন -
(a) বল্লভভাই প্যাটেল
(b) মহাত্মা গান্ধী
(c) জওহরলাল নেহেরু
(d) মহম্মদ আলি জিন্না
উত্তরঃ (b) মহাত্মা গান্ধী
(xiv) নেতাজী সুভাষচন্দ্র বসু ‘শহীদ’ ও ‘স্বরাজ’ নাম দেন কোন্ দুটি দ্বীপপুঞ্জের ?
(a) লাক্ষা ও মিনিকয়
(b) ফরমোজা ও লুসাকা
(c) গ্রেট বেরিয়ার ও হাওয়াই
(d) আন্দামান ও নিকোবর
উত্তরঃ (d) আন্দামান ও নিকোবর
(xv) হিদেকি তোজো কোন্ দেশের প্রধানমন্ত্রী ছিলেন ?
(a) চীন
(b) জাপান
(c) কোরিয়া
(d) ইন্দোনেশিয়া
উত্তরঃ (b) জাপান
(xvi) ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন -
(a) হো-চি-মিন
(b) সুহার্ত
(c) সুকর্ণ
(d) মহম্মদ হাত্তা
উত্তরঃ (d) মহম্মদ হাত্তা
(xvii) স্তম্ভ-১-এর সাথে স্তম্ভ-২ মেলাও :
বিকল্প সমূহ :
(a) (i)-(A), (ii)-(C), (iii)-(B), (iv)-(D)
(b) (i)- (B), (ii)- (C), (iii)-(D), (iv)-(A)
(c) (i)- (A), (ii)- (D), (iii)- (C), (iv)- (B)
(d) (i)-(C), (ii)-(A), (iii)-(B), (iv)-(D)
উত্তরঃ (b) (i)- (B), (ii)- (C), (iii)-(D), (iv)-(A
(xviii) COMECON গড়ে ওঠে -
(a) আমেরিকায়
(b) এশিয়ায়
(c) পূর্ব ইউরোপে
(d) পশ্চিম ইউরোপে
উত্তরঃ (c) পূর্ব ইউরোপে
(xix) আরব লীগের অধীন ছিল না -
(a) মিশর
(b) লেবানন
(c) ইরাক
(d) ইজরায়েল
উত্তরঃ (d) ইজরায়েল
(xx) কুয়োমিনটাং দলের প্রতিষ্ঠাতা কে ?
(a) সানইয়াৎ সেন
(b) মাও সে তুং
(c) চিয়াং কাই শেক
(d) চৌ এন লাই
উত্তরঃ (a) সানইয়াৎ সেন
(xxi) ‘বি-উপনিবেশিকরণ’ (Decolonisation) শব্দটি প্রথম ব্যবহার করেন -
(a) ওয়াল্টার লিপম্যান
(b) মরিস. ডি. মরিস
(c) ফ্রানজ ফ্যানন
(d) মরিজ জুলিয়াস বন
উত্তরঃ (d) মরিজ জুলিয়াস বন
(xxii) স্বাধীন ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় -
(a) 1947 সালে
(b) 1948 সালে
(c) 1949 সালে
(d) 1950 সালে
উত্তরঃ (d) 1950 সালে
(xxiii) বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন -
(a) শহিদুল্লা
(b) জিয়াউল হক
(c) শেখ মুজিবর রহমান
(d) সুরাবর্দি
উত্তরঃ (c) শেখ মুজিবর রহমান
(xxiv) ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন ?
(a) বিশ্বনাথ প্রতাপ সিং
(b) চরণ সিং
(c) মোরারজি দেশাই
(d) জয়প্রকাশ নারায়ণ
উত্তরঃ (c) মোরারজি দেশাই
(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী)
নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×16 = 16
(i) কোন্ দেশ ‘মশলা দ্বীপপুঞ্জ’ নামে বিখ্যাত ছিল ?
উত্তরঃ ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত।
(ii) ‘নতুন বিশ্ব’ বলতে কী বোঝায় ?
উত্তরঃ কলম্বাস আবিষ্কৃত আমেরিকা মহাদেশকে নতুন বিশ্ব বলা হয়।
অথবা,
‘কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা’ - এই ধারণাটি কে প্রচার করেন ?
উত্তরঃ রুডওয়ার্ড কিপলিং।
(iii) কোন্ মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন ?
উত্তরঃ মার্কিন সেনাপতি কমোডাের ম্যাথু পেরি জাপানে সর্বপ্রথম পদার্পণ করেন (১৮৫৪ খ্রি.)৷
অথবা,
লগ্নি পুঁজি কী ?
উত্তরঃ শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত পুঁজি বা মুনাফা যখন আরও মুনাফা অর্জনের জন্য আবার কোনো শিল্পে অথবা বাণিজ্যে বিনিয়োগ করা হয় তখন তাকে লগ্নি পুঁজি বলে।
(iv) দস্তক কী ?
উত্তরঃ ‘দস্তক’ হল বিনাশুল্কে ব্যাবসা বাণিজ্যের ছাড়পত্র।
(v) চীনে মুক্তদ্বার নীতি কে ঘোষণা করেছিলেন ?
উত্তরঃ ১৮৯৯ সালে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চীনে মুক্তদ্বার নীতি ঘোষণা করেছিলেন।
অথবা,
কাওটাও প্রথা কী ?
উত্তরঃ কাওটাও হল নতজানু হয়ে সম্রাটকে আনুগত্য প্রদর্শন করা।
(vi) ‘নব্যবঙ্গ’ নামে কারা পরিচিত ?
উত্তরঃ ডিরােজিওর নেতৃত্বাধীন তরুণ গােষ্ঠী ইয়ং বেঙ্গল’ বা ‘নব্যবঙ্গ’ নামে পরিচিত।
(vii) ‘দিকু’ কাদের বলা হত ?
উত্তরঃ সাঁওতাল পরগনা অঞ্চলে বহিরাগত সুদখোর মহাজন ও জমিদারদের দিকু বলা হত।
অথবা,
কে ‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর’ নামে পরিচিত ?
উত্তরঃ কান্দুকুরি বীরসেলিংগাম দক্ষিণ ভারতের বিদ্যাসাগর হিসাবে পরিচিত।
(viii) জাপান কবে চীনের কাছে ‘একুশ দফা দাবি’ পেশ করেছিল ?
উত্তরঃ ১৯১৫ খ্রিস্টাব্দের ১৮ জানুয়ারি জাপান চিনের কাছে ‘একুশ দফা দাবি’ পেশ করে ৷
(ix) ‘মাহাদ মার্চ’ কী ?
উত্তরঃ মহারাষ্ট্রের কুলাবা জেলার জলাশয়ের জল যাতে অস্পৃষ্য সম্প্রদায়ের মানুষেরা ব্যবহার করতে পারে, সেই উদ্দেশ্যে দলিত নেতা আম্বেদকর এর নেতৃত্বে ১৯২৭ খ্রিস্টাব্দের ২০ মার্চ 10 হাজার মানুষের মাহাদ সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয় যা মাহাদ মার্চ নামে পরিচিত।
অথবা,
মীরাট ষড়যন্ত্র মামলায় কারা অভিযুক্ত ছিলেন ?
উত্তরঃ মুজাফফর আহমেদ, শওকত উসমানি, কে. এন. জোগেলকর, শ্রীপাদ অমৃত ডাঙ্গে, শিবনাথ বন্দ্যোপাধ্যায়, ধরণি গােস্বামী, পি. সি. যােশি, গঙ্গাধর অধিকারী, ফিলিপ স্প্র্যাট প্রমুখ।
(x) ‘টিসকো’ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ 1907 খ্রিস্টাব্দে জামসেদজী টাটার পরিকল্পনায় কারখানাটির প্রতিষ্ঠা হয়।
(xi) ‘সি.আর.ফর্মুলা’ কী ?
উত্তরঃ ভারতের স্বাধীনতা অর্জনে কংগ্রেস ও মুসলিম লীগকে ঐক্যবদ্ধ আন্দোলনে উদ্বুদ্ধ করার জন্য চক্রবর্তী রাজাগোপালাচারী এক সূত্র রচনা করেছিলেন যা সি. আর. ফর্মুলা বা CR Formula(1944) নামে পরিচিত।
(xii) কে ‘ইন্দো-চায়না কমিউনিস্ট পার্টি’ প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ‘ইন্দো-চায়না কমিউনিস্ট পার্টি’ প্রতিষ্ঠা করেন হো-চি-মিন৷
অথবা,
‘তানাকা মেমোরিয়াল’ কী ?
উত্তরঃ জাপানের উগ্র সাম্রাজ্যবাদী প্রধানমন্ত্রী তানাকা জাপানের সম্রাট হিরোহিতোর কাছে প্রদত্ত এক প্রতিবেদনে জানান যে, পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য জাপানের উচিত যুদ্ধ নীতি গ্রহণ করা। এই প্রতিবেদন তানাকা মেমোরিয়াল (১৯২৭ খ্রি.) নামে পরিচিত।
(xiii) ‘বার্লিন অবরোধ’ কী ?
উত্তরঃ কিছু উদ্দেশ্যপূরণের লক্ষ্যে সোভিয়েত ইউনিয়ন পশ্চিমি রাষ্ট্রজোটের পূর্ব বা পশ্চিম বার্লিনে প্রবেশের সড়কপথ (যা ছিল সোভিয়েতের অধীনস্থ) অবরোধ করে (১৯৪৮ খ্রি. ২৪ জুন), যা বার্লিন অবরোধ নামে পরিচিত।
(xiv) বুলগানিন কে ছিলেন ?
উত্তরঃ ১৯৫৩-১৯৫৫ সালে সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন নিকোলাই বুলগানিন। তিনি ১৯৫৬ সালে ভারত সফরে এসেছিলেন।
(xv) ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি’ কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের উদ্যোগে ১৯৫২ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের খড়গপুরে ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি’ (আই আই টি) প্রথম প্রতিষ্ঠিত হয়৷
(xvi) আলজেরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে ?
উত্তরঃ ১৯৬২ সালের ১৮ মার্চ ইভিয়ান চুক্তির দ্বারা আলজেরিয়া ফরাসি শাসন থেকে স্বাধীনতা লাভ করে।
No comments:
Post a Comment