WBCHSE (H.S) Class 12 History question paper 2022 with answers | H.S Class 12 History question paper 2022 with answers | WBCHSE (H.S) Class 12 History solved question paper 2022 | WBCHSE (H.S) Class 12 History previous year solved question paper 2022 | উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2022 এবং উত্তর
HISTORY
(New Syllabus)
2022
Total Time : 3 hours 15 Minutes
Total Marks : 80
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
Special credit will be given for answers which are brief and to the point.
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Figures in the margin indicate full marks for the questions.
বিভাগ – ক / PART – A / बिभाग – क
( Marks : 40)
1. যে-কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও ( প্রতিটি খণ্ড থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক ) : 8× 5 = 40
খণ্ড – ক
(i) জাদুঘর বলতে কী বোঝো ? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো।
অথবা,
ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কী ?
(ii) চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো। ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল ?
(iii) ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী ছিল ? এই বাণিজ্যের অবসান কিভাবে হয়েছিল ?
(iv) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও।
অথবা,
আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
খণ্ড – খ
(v) 1909 খ্রিষ্টাব্দের মলে-মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো।
অথবা,
রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল ? গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন ?
(vi) কোন্ পরিস্থিতিতে মীরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল ? এর ফলাফল কী হয়েছিল ?
(vii) ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল ? ভারতীয়রা কেন এগুলিকে প্রত্যাখ্যান করেছিলেন ?
(viii) 1946 খ্রিষ্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য কী ছিল ? অথবা হো-চি-মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও।
বিভাগ – ‘খ’ / PART – B / बिभाग – ख
(Marks: 40)
(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী (১ নম্বরের ) / Multiple Choice Type Questions (MCQ) and Short Answer Type Questions (SAQ) of 1 mark)
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখো : 1 x 24 = 24
(i) “ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয়, কমও নয়’ - উক্তিটি করেছেন -
(a) র্যাঙ্কে
(b) বিউরী
(c) ই. এইচ. কার
(d) জেমস মিল
উত্তরঃ (b) বিউরী
(ii) মিথ শব্দটি এসেছে ‘মিথোস’ থেকে যেটি একটি -
(a) রোমান শব্দ
(b) লাতিন শব্দ
(c) গ্রীক শব্দ
(d) জার্মান শব্দ
উত্তরঃ (c) গ্রীক শব্দ
(iii) দক্ষিণারঞ্জন বসুর ‘ছেড়ে আসা গ্রাম’ একটি -
(a) লোককথা
(b) স্মৃতিকথা
(c) কিংবদন্তী
(d) পুরাণ বিষয়ক গ্রন্থ
উত্তরঃ (b) স্মৃতিকথা
(iv) পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হল -
(a )ভারতীয় জাদুঘর
(b) লুভ্যর মিউজিয়াম
(c ) ব্রিটিশ মিউজিয়াম
(d) এন্নাগালডি-নান্নার জাদুঘর
উত্তরঃ (d) এন্নাগালডি-নান্নার জাদুঘর
(v) ভারতের নবজাগরণের অগ্রদূত হলেন -
(a) বিদ্যাসাগর
(b) দেবেন্দ্রনাথ ঠাকুর
(c) রামমোহন রায়
(d) ডিরোজি
উত্তরঃ (c) রামমোহন রায়
(vi) ভারতের প্রথম ব্রিটিশ গভর্ণর জেনারেল ছিলেন -
(a) রবার্ট ক্লাইভ
(b) ওয়ারেন হেসিংস
(c) স্যার জন শোর
(d) লর্ড কর্ণওয়ালিস
উত্তরঃ (a) রবার্ট ক্লাইভ
(vii) ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন -
(a ) দয়ানন্দ সরস্বতী
(b) গোবিন্দ রানাডে
(c) জ্যোতিবা ফুলে
(d) রামমোহন রায়
উত্তরঃ (d) রামমোহন রায়
(viii) বোর্ড অফ রেভিনিউ গঠন করেন -
(a) রবার্ট ক্লাইভ
(b) ওয়ারেন হেস্টিংস
(c) লর্ড কর্ণওয়ালিস
(d) লর্ড ওয়েলেসলি
উত্তরঃ (b) ওয়ারেন হেস্টিংস
(ix) নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয় -
(a) চিন ও ইংলন্ডের মধ্যে
(b) চিন ও জাপানের মধ্যে
(c) চিন ও ফ্রান্সের মধ্যে
(d) চিন ও রাশিয়ার মধ্যে
উত্তরঃ (a) চিন ও ইংলন্ডের মধ্যে
(x) এশিয়াটিক সোসাইটি করে প্রতিষ্ঠিত হয় ?
(a) 1774
(b) 1784
(c) 1794
(d) 1804
উত্তরঃ (b) 1784
(xi) চিনে 4 ঠা মে আন্দোলনের নেতৃত্ব দেন -
(a) চেন-তু-সিউ
(b) চিয়াং কাইশেক
(c) সান ইয়াৎ সেন
(d) কোয়াংশু
উত্তরঃ (c) সান ইয়াৎ সেন
(xii) ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হল -
(a) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস
(b) মাদ্রাজ লেবার ইউনিয়ন
(c) গিরনি কামগর ইউনিয়ন
(d) ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন
উত্তরঃ (a) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস
(xiii) ‘তুয়াফৎ-উল-মুয়াহিদ্দিন’ কে রচনা করেন ?
(a) রামমোহন রায়
(b) সৈয়দ আহমেদ খান
(c) উইলিয়াম হান্টার
(d) থিয়োডর বেক
উত্তরঃ (b) সৈয়দ আহমেদ খান
(xiv) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও :
বিকল্পসমূহ :
(a ) (i)-B, (ii)-D, (iii)-A, (iv)-C
(b) (i)-C, (ii)-B, (iii)-D, (iv)-A
(c) (i)-C, (ii)-D, (iii)-B, (iv)-A
(d) (i)-D, (ii)-C, (iii)-B, (iv)-A
উত্তরঃ (c) (i)-C, (ii)-D, (iii)-B, (iv)-A
(xv) মুসলিম লিগের প্রতিষ্ঠাতা হলেন -
(a) আগা খাঁ
(b) সালিমউল্লাহ
(c) মহম্মদ আলি জিন্না
(d) সৈয়দ আহমেদ খান
উত্তরঃ (b) সালিমউল্লাহ
(xvi) গান্ধিজির খেদা সত্যাগ্রহ আন্দোলন সংঘটিত হয়েছিল -
(a) 1917 খ্রী:
(b) 1918 খ্রী:
(c) 1919 খ্রী:
(d) 1920 খ্রী:
উত্তরঃ (b) 1918 খ্রী:
(xvii) ‘নবান্ন’ নাটকের রচয়িতা হলেন -
(a) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(b) চিত্তপসাদ চট্টোপাধ্যায়
(c) বিজন ভট্টাচার্য
(d) ভবানী ভট্টাচার্য
উত্তরঃ (c) বিজন ভট্টাচার্য
(xviii) ‘ভারত শ্রমজীবী’ পত্রিকার সম্পাদক ছিলেন -
(a) শশীপদ ব্যানার্জী
(b) মতিলাল শীল
(c) গান্ধিজি
(d) সরোজিনী নাইডু
উত্তরঃ (a) শশীপদ ব্যানার্জী
(xix) কুখ্যাত জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড কোথায় সংঘটিত হয়েছিল ?
(a) দিল্লী
(b) শীনগর
(c) সাহারানপুর
(d) অমৃতসর
উত্তরঃ (d) অমৃতসর
(xx) দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় ভারতের বড়লাট কে ছিলেন ?
(a) লিনলিথগো
(b) এটলি
(c) ক্রিপস
(d) মাউন্টবাটেন
উত্তরঃ (d) মাউন্টবাটেন
(xxi) আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করেছিল সেটি হল -
(a) আইজল
(b) দিসর
(c) ইম্ফল
(d) কোহিমা
উত্তরঃ (d) কোহিমা
(xxii) মন্ত্রী মিশন ভারতে এসেছিল -
(a) 1942-এ
(b) 1944-এ
(c) 1945-এ
(d) 1946-এ
উত্তরঃ (d) 1946-এ
(xxiii) ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন -
(a) চক্রবর্তী রাজাগোপালাচারী
(b) লর্ড মাউন্টব্যাটেন
(c) জওহরলাল নেহরু
(d) বল্লভভাই প্যাটেল
উত্তরঃ (b) লর্ড মাউন্টব্যাটেন
(xxiv) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও :
বিকল্পসমূহ :
(a) (i)-B, (ii)-C, (iii)-D, (iv)-A
(b) (i)-C, (ii)-A, (iii)-D, (iv)-B
(c) (i)-C, (ii)-D, (iii)-A, (iv)-B
(d) (i)-A, (ii)-B, (iii)-C, (iv)-D
উত্তরঃ (c) (i)-C, (ii)-D, (iii)-A, (iv)-B
2.নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 1 x 16 = 16
(i) রেগুলেটিং অ্যাক্ট কবে পাশ হয়েছিল ?
উত্তরঃ রেগুলেটিং অ্যাক্ট, ১৭৭৩ খ্রী: বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ও দায়িত্ব সম্পর্কে ব্রিটিশ পার্লামেন্টের প্রণীত প্রথম আইন।
(ii) কর্নওয়ালিশ কোড কী ?
উত্তরঃ বাংলার গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার জন্য প্রচলিত আইন গুলিকে সুসংহত করে যে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন তাকেই “কর্নওয়ালিস কোড” বলা হয়।
অথবা,
সূর্যাস্ত আইন কী ?
উত্তরঃ চিরস্থায়ী বন্দোবস্তের ক্ষেত্রে নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাবার আগে জমিদারের সমস্ত খাজনা মিটিয়ে দিতে হতো যা সূর্যাস্ত আইন নামে পরিচিত।
(iii) গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ভারতে রেলপথ নির্মাণে কোম্পানিগুলিকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে সরকার কয়েকটি বিষয়ে কোম্পানিগুলিকে গ্যারান্টি বা প্রতিশ্রুতি দেয়। এই ব্যবস্থা গ্যারান্টি ব্যবস্থা নামে পরিচিত।
অথবা,
আলিনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তরঃ ১৭৫৭ সালের ৯ ফেব্রুয়ারি বাংলার নবাব সিরাজ উদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়।
(iv) অবশিল্পায়ন কী ?
উত্তরঃ শিল্প উন্নতির বিপরীত অবস্থাকে অবশিল্পায়ন বলে।
অথবা,
কোন চার্টার আইন দ্বারা ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানী তার একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায়?
উত্তরঃ ১৮১৩ সালের চার্টার অ্যাক্ট ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া আধিপত্যের অবসান ঘটায়।
(v) ভাইকম সত্যাগ্রহ কে শুরু করেন ?
উত্তরঃ শ্রী নারায়ণ গুরু ১৯২৪ সালে।
অথবা,
পাশ্চাত্যবাদী নামে কারা পরিচিত ?
উত্তরঃ পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞান ও আধুনিক শিক্ষার সমর্থকদের পাশ্চাত্যবাদী বলা হয়। যেমন- ট্রাভেলিয়ন, লর্ড মেকলে, কেলভিন।
(vi) কুয়ো-মিং-টাং দলের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ সান ইয়াৎ সেন ১৯১২ সালে।
(vii) স্বামী বিবেকানন্দের লেখা যে কোনো একটি গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ বর্তমান ভারত, পরিব্রাজক, প্রআচ্য ও পাশ্চাত্য।
অথবা,
চুঁইয়ে পড়া নীতি কী ?
উত্তরঃ ভারতে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার হলে তা মধ্যবিত্তদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলে প্রকল্পিত এই নীতি ‘চুঁইয়ে পড়া নীতি’ বা ‘ক্রমনিম্ন পরিশ্রুত নীতি’৷
(viii) পিকিং কনভেনশন কবে আহূত হয়েছিল ?
উত্তরঃ ১৮৬০ সালে।
(ix) বারদৌলি সত্যাগ্রহ সূচনা করেন কে ?
উত্তরঃ সর্দার বল্লভভাই প্যাটেল।
(x) ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন ?
উত্তরঃ এই কমিশনে কোন ভারতীয় ছিল না।
অথবা,
স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস।
(xi) সাম্প্রদায়িক বাঁটোয়ারা কে ঘোষণা করেছিলেন ?
উত্তরঃ রামসে ম্যাকডোনাল্ড।
(xii) ‘শত দিবসের সংস্কার’ কী ?
উত্তরঃ ১৮৯৫ সালে চীনের বুদ্ধিজীবীরা চীনের সম্রাটের কাছে ক্যং ইউ ওয়ে ও কোয়াংসুর নেতৃত্বে সংস্কারের দাবী জানায় এবং চিন সম্রাট ১০০ দিন ধরে এই কর্মসূচী পালন করে।
(xiii) তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ অজয় কুমার মুখোপাধ্যায়, সতীশ চন্দ্র সামন্ত ও সুশীল কুমার ধারা।
অথবা,
রশিদ আলি দিবস কবে পালিত হয়েছিল ?
উত্তরঃ ১৯৪৬ সালের ১২ ফেব্রুয়ারী।
(xiv) ১৯৪২ সালে ‘অল ইন্ডিয়া সিডিউলড কাস্ট ফেডারেশন’ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ বি আর আম্বেদকর।
(xv) মাউন্টব্যাটেন প্রস্তাব কবে ঘোষিত হয়েছিল ?
উত্তরঃ ১৯৪৭ সালের ৩রা জুন।
(xvi) ভিয়েতনামে কবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ ১৯৪৫ সালের ২রা সেপ্টেম্বর।
অথবা,
ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে ?
উত্তরঃ ১৯৪৫ সালে ১৭ ই আগস্ট।
No comments:
Post a Comment