WBCHSE (H.S) Class 12 History question paper 2020 with answers | H.S Class 12 History question paper 2020 with answers | WBCHSE (H.S) Class 12 History solved question paper 2020 | WBCHSE (H.S) Class 12 History previous year solved question paper 2020 | উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2020 এবং উত্তর
HISTORY
(New Syllabus)
2020
Total Time : 3 hours 15 Minutes
Total Marks : 80
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
Special credit will be given for answers which are brief and to the point.
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Figures in the margin indicate full marks for the questions.
PART – A
(Marks – 40)
1. যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক) : 8×5=40
খন্ড - ক
(i) পেশাগত ইতিহাস বলতে কী বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী ?
(ii) সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন-লেনিন তত্ত্ব আলোচনা করো।
(iii) ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল ? ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো।
(iv) ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও।
অথবা,
নানকিং সন্ধির (১৮৪২ খ্রীষ্টাব্দ) শর্তগুলি কী ছিল ?
খন্ড - খ
(v) 1919 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা করো।
(vi) 1942 খ্রীষ্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো।
(vii) জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো।
অথবা,
কোরিয় যুদ্ধের (1950 খ্রীষ্টাব্দ) ফলাফল ও তাৎপর্য কী ছিল ?
(viii) সার্কের উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। এর উদ্দেশ্য কী ছিল ?
PART – B
(Marks – 40)
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখো : 1 x 24 = 24
(i) বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন -
(a) শেখ মুজিবুর রহমান
(b) জিয়াউল হক
(c) শহিদুল্লাহ
(d) সুরাবর্দী
উত্তরঃ (a) শেখ মুজিবুর রহমান
(ii) ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন ?
(a) বিশ্বনাথ প্রতাপ সিং
(b) মোরারজি দেশাই
(c) চরণ সিং
(d) চন্দ্রশেখর
উত্তরঃ (b) মোরারজি দেশাই
(iii) বি.উপনিবেশকরণ’ বা Decolonisation শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন -
(a) ওয়াল্টার লিপম্যান
(b) মরিস ডি. মরিস
(c) ক্রিস্টোফার হিল
(d) মরিৎজ জুলিয়াস বন
উত্তরঃ (d) মরিৎজ জুলিয়াস বন
(iv) প্যাট্রিক লুমুম্বা কোন্ দেশের প্রধানমন্ত্রী ছিলেন ?
(a) ঘানা
(b) কঙ্গো
(c) জামাইকা
(d) মাল্টা
উত্তরঃ (b) কঙ্গো
(v) ফালটন বক্তৃতা দেন -
(a) জর্জ কেন্নান
(b) মার্শাল
(c) ফ্যানন
(d) চার্চিল
উত্তরঃ (d) চার্চিল
(vi) ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ?
(a) সিরিয়া ও মিশর
(b) আরব ও ইজরায়েল
(c) আরব ও সিরিয়া
(d) আরব ও আমেরিকা
উত্তরঃ (b) আরব ও ইজরায়েল
(vii) কোন খ্রীষ্টাব্দে মার্শাল প্ল্যান ঘোষিত হয়েছিল ?
(a) 1944
(b) 1945
(c) 1947
(d) 1948
উত্তরঃ (c) 1947/ (d) 1948
(viii) দিয়ে বিয়েন ফুর যুদ্ধে জয়ী হয় -
(a) ভিয়েতনাম
(b) ফ্রান্স
(c) ইন্দোনেশিয়া
(d) ব্রিটেন
উত্তরঃ (a) ভিয়েতনাম
(ix) কত সালের 7 ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করে ?
(a) 1941
(b) 1942
(c) 1943
(d) 1944
উত্তরঃ (a) 1941
(x) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও :
বিকল্পসমূহ :
(a) (i) – B, (ii) – D, (iii) – C, (iv) – A
(b) (i) – C, (ii) – B, (iii) – A, (iv) – D
(c) (i) – A, (ii) – D, (iii) – C, (iv) – B
(d) (i) – B, (ii) – C, (iii) – D, (iv) – A
উত্তরঃ (d) (i) – B, (ii) – C, (iii) – D, (iv) – A
(xi) দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলায় যে মন্বন্তর হয়েছিল তা হয় -
(a) 1940 সালে
(b) 1942 সালে
(c) 1943 সালে
(d) 1944 সালে
উত্তরঃ (c) 1943 সালে
(xii) কোন্ মহিলা স্বাধীনতা সংগ্রামী ‘গান্ধীবুড়ি’ নামে পরিচিত ?
(a) সরোজিনী নাইডু
(b) মাতঙ্গিনী হাজরা
(c) অ্যানি বেসান্ত
(d) কল্পনা দত্ত
উত্তরঃ (b) মাতঙ্গিনী হাজরা
(xiii) “দ্য ইন্ডিয়ান মুসলমানস’ গ্রন্থটির রচয়িতা -
(a) সৈয়দ আহমেদ খান
(b) থিওডোর বেক
(c) উইলিয়াম হান্টার
(d) মৌলানা আবুল কালাম আজাদ
উত্তরঃ (c) উইলিয়াম হান্টার
(xiv) পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন্ খ্রীষ্টাব্দে ?
(a) 1930
(b) 1931
(c) 1932
(d) 1933
উত্তরঃ (c) 1932
(xv) তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন -
(a) রামমোহন রায়
(b) বিদ্যাসাগর
(c) অক্ষয়কুমার দত্ত
(d) ভূদেব মুখোপাধ্যায়
উত্তরঃ (c) অক্ষয়কুমার দত্ত
(xvi) চিনে 4 ঠা মে আন্দোলনের নিরিখে ‘জিউ গুয়ো’ স্লোগানের অর্থ ছিল -
(a) বিদেশীরা দূর হটো
(b) দেশকে রক্ষা করো
(c) আমরা বৌদ্ধিক সংস্কার চাই
(d) চিন কেবল চিনাদের জন্য
উত্তরঃ (a) বিদেশীরা দূর হটো
(xvii) তিয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয় -
(a) 1857 খ্রীষ্টাব্দে
(b) 1858 খ্রীষ্টাব্দে
(c) 1859 খ্রীষ্টাব্দে
(d) 1860 খ্রীষ্টাব্দে
উত্তরঃ (b) 1858 খ্রীষ্টাব্দে
(xviii) আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল -
(a) 1815 খ্রীষ্টাব্দে
(b) 1816 খ্রীষ্টাব্দে
(c) 1817 খ্রীষ্টাব্দে
(d) 1818 খ্রীষ্টাব্দে
উত্তরঃ (a) 1815 খ্রীষ্টাব্দে
(xix) রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল -
(a) পাঞ্জাবে
(b) দক্ষিণ ভারতে
(c) বিহারে
(d) বাংলা
উত্তরঃ (b) দক্ষিণ ভারতে
(xx) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও :
বিকল্পসমূহ :
(a) (i)-A, (ii)-B, (iii)-C, (iv)-D
(b) (i)-D, (ii)-B, (iii)-C, (iv)-A
(c) (i)-B, (ii)-D, (iii)-A, (iv)-C
(d) (i)-B, (ii)-A, (iii)-C, (iv)-D
উত্তরঃ (c) (i)-B, (ii)-D, (iii)-A, (iv)-C
(xxi) ‘নতুন বিশ্ব’ কথাটি প্রথম ব্যবহার করেন -
(a) কলম্বাস
(b) আমেরিগো ভেসপুচি
(c) ক্যাপ্টেন বুক
(d) গেলাম
উত্তরঃ (b) আমেরিগো ভেসপুচি
(xxii) ‘কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা’- এই ধারণাটি প্রচার করেন -
(a) রুডইয়ার্ড কিপলিং
(b) চার্লস ডারউইন
(c) মেকলে
(d) জুলি ফেরি
উত্তরঃ (a) রুডইয়ার্ড কিপলিং
(xxiii) পূল্ভের মিউজিয়াম অবস্থিত -
(a) ফ্রান্সে
(b) জার্মানিতে
(c) ইংল্যান্ডে
(d) হল্যান্ড
উত্তরঃ (a) ফ্রান্সে
(xxiv) রাজতরঙ্গিনীর রচয়িতা ছিলেন -
(a) বিলহন
(b) কলহন
(c) বাণভট্ট
(d) কালিদাস
উত্তরঃ (b) কলহন
2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 1 x 16 = 16
(i) স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন ?
উত্তরঃ লর্ড ডালহৌসি।
(ii) চীনে মুক্তদ্বার নীতি কে প্রবর্তন করেন ?
উত্তরঃ আমেরিকার রাষ্ট্র সচিব স্যার জন হে।
অথবা,
কাও টাও প্রথা কী ?
উত্তরঃ বিদেশিদের চীনা সম্রাটকে নতজানু হয়ে সম্মান জানানোর প্রথা।
(iii) আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ স্বামী দয়ানন্দ সরস্বতী।
অথবা,
বক্সার প্রটোকল কাদের মধ্যে সম্পাদিত হয় ?
উত্তরঃ চীন ও আটটি বিদেশি শক্তি।
(iv) বিধবা বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন ?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
(v) সিমলা দৌত্য কী ?
উত্তরঃ মুসলিম লীগের নেতৃত্বে 906 খ্রিস্টাব্দে।
(vi) লিনলিথগো প্রস্তাব কবে ঘোষিত হয় ?
উত্তরঃ 1940 খ্রিস্টাব্দে।
(vii) বুলগানিন কে ছিলেন ?
উত্তরঃ সোভিয়েত ইউনিয়নের নেতা ।
অথবা,
ইয়াসির আরাফাত কে ছিলেন ?
উত্তরঃ প্যালেস্টাইনের নেতা।
(viii) হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন ?
উত্তরঃ পরমাণু বিজ্ঞানী।
অথবা,
স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ আহমেদ বেন বেল্লা বেল্লাহ।
(ix) কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন ?
উত্তরঃ কমোডর পেরি।
(x) লগ্নি পুঁজি কী ?
উত্তরঃ একটি প্রতিষ্ঠানের মধ্যে অর্থের অধ্যায়ন৷
অথবা,
ওয়েলথ অফ নেশন গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তরঃ অ্যাডাম স্মিথ।
(xi) কোন দুটি স্থানের মধ্যে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় ?
উত্তরঃ বোম্বে থেকে থানে।
(xii) ‘সত্যশোধক সভা’র’ প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ জ্যোতিবা ফুলে ।
অথবা,
উডের ডেসপ্যাচ কী ?
উত্তরঃ শিক্ষা সংক্রান্ত নীতি।
(xiii) লখনৌ চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয় ?
উত্তরঃ জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে।
(xiv) কোন জাহাজে নৌ বিদ্রোহ শুরু হয় ?
উত্তরঃ তলোয়ার নামক জাহাজে।
অথবা,
‘এশিয়া বাসীদের জন্য এশিয়া’ - এই শ্লোগানের উদ্দেশ্য কী ছিল ?
উত্তরঃ এশিয়াকে ইউরোপীয় শক্তি মুক্ত করা।
(xv) বেষ্টনী নীতি কী ?
উত্তরঃ কমিউনিস্ট আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকার প্রতিরোধ।
(xvi) স্বাধীন বাংলাদেশে কবে উদ্বোধন হয় ?
উত্তরঃ 1971 খ্রিস্টাব্দে।
No comments:
Post a Comment