WBCHSE (H.S) Class 12 History question paper 2017 with answers | H.S Class 12 History question paper 2017 with answers | WBCHSE (H.S) Class 12 History solved question paper 2017 | WBCHSE (H.S) Class 12 History previous year solved question paper 2017 | উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2017 এবং উত্তর - Kabir Mondal

An Educational Website kabirmondal.blogspot.com offers NCERT Solutions, CBSE Solutions, WBBSE English Class - 6,7,8,9,10, WBCHSE (H.S) English Class 11,12, Texts, Notes, Grammar, Projects, Writings, PDF Books and Notes, Previous Year Question Paper, Sample Paper, MCQ questions and answers, Short (SAQ) questions and answers, Broad/Long/Descriptive questions and answers, MCQ Practice Sets, SAQ Practice Sets, Health and Fitness Tips and many more.

Fresh Topics

Friday, 29 September 2023

WBCHSE (H.S) Class 12 History question paper 2017 with answers | H.S Class 12 History question paper 2017 with answers | WBCHSE (H.S) Class 12 History solved question paper 2017 | WBCHSE (H.S) Class 12 History previous year solved question paper 2017 | উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2017 এবং উত্তর

WBCHSE (H.S) Class 12 History question paper 2017 with answers | H.S Class 12 History question paper 2017 with answers | WBCHSE (H.S) Class 12 History solved question paper 2017 | WBCHSE (H.S) Class 12 History previous year solved question paper 2017 | উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2017 এবং উত্তর

HISTORY
(New Syllabus)
2017
Total Time : 3 hours 15 Minutes
Total Marks : 80

1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
Special credit will be given for answers which are brief and to the point.

2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.

3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Figures in the margin indicate full marks for the questions.

PART – A
(Marks – 40)

1. যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক) : 8×5=40

খন্ড - ক

i. পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায় ? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী ?

ii. উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন-লেনিন তত্ত্ব আলোচনা করো।

iii. ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কেন হয়? অথবা, আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।

iv. ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও।

খন্ড - খ

v. মন্টেগু-চেমসফোর্ড সংস্কারের (1919) বৈশিষ্ট্যগুলি লেখো। এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো।

vi. ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো।

vii. ট্রুম্যান নীতি কী? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল?

অথবা,
কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও।

viii. স্বাধীন ভারতের প্রথম তিনটি পত্রবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো।

PART – B
(Marks – 40)

1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1 x 24 = 24

(i) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
(a) মহম্মদ আলি জিন্নাহ
(b) জুলফিকার আলি ভুট্টো
(c) ইয়াহিয়া খান
(d) নুরুল আমিন
উত্তরঃ (c) ইয়াহিয়া খান

(ii) ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল ?
(a) 1950 খ্রিস্টাব্দে
(b) 1951 খ্রিস্টাব্দে
(c) 1952 খ্রিস্টাব্দে
(d) 1953 খ্রিস্টাব্দে
উত্তরঃ (a) 1950 খ্রিস্টাব্দে

(iii) ‘মিথ’ শব্দটি এসেছে ‘মিথোস’ থেকে যেটি একটি -
(a) গ্রিক শব্দ
(b) রোমান শব্দ
(c) লাতিন শব্দ
(d) জার্মান শব্দ
উত্তরঃ (a) গ্রিক শব্দ

(iv) জীবনের জলসাঘরে’ কার আত্মজীবনী ?
(a) দক্ষিণারঞ্জন বসু
(b) মণিকুন্তলা সেন
(c) নারায়ণ সান্যাল
(d) মান্না দে
উত্তরঃ (d) মান্না দে

(v) SAARC-এর ধারণা কার মস্তিষ্কপ্রসূত ?
(a) রাজা বীরেন্দ্র
(b) মোরারজি দেশাই
(c) ইন্দিরা গান্ধি
(d) জিয়াউর রহমান
উত্তরঃ (d) জিয়াউর রহমান

(vi) ‘নিয়ন্ত্রিত গণতন্ত্র’ ধারণাটি কোন্ ব্যক্তির সঙ্গে সম্পর্কিত ?
(a) নেহরু
(b) হো-চি-মিন
(c) সুকর্ণ
(d) সুহার্তো
উত্তরঃ (c) সুকর্ণ

(vii) যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে বলে -
(a) সাম্রাজ্যবাদ
(b) মানবতাবাদ
(c) সামরিকবাদ
(d) জাতীয়তাবাদ
উত্তরঃ (a) সাম্রাজ্যবাদ

(viii) ‘নতুন বিশ্ব’ শব্দটি প্রথম ব্যবহার করেন -
(a) কলম্বাস
(b) আমেরিগো ভেসপুচি
(c) এ্যাডাম স্মিথ
(d) স্যার ওয়ালটার র‍্যালে
উত্তরঃ (b) আমেরিগো ভেসপুচি

(ix) প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?
(a) 1990 খ্রিস্টাব্দে
(b) 1995 খ্রিস্টাব্দে
(c) 2000 খ্রিস্টাব্দে
(d) 2003 খ্রিস্টাব্দে
উত্তরঃ (a) 1990 খ্রিস্টাব্দে

(x) দিয়েন বিয়েন ফু-র যুদ্ধে কে জয়ী হয়েছিল ?
(a) ভিয়েতনাম
(b) ফ্রান্স
(c) মার্কিন যুক্তরাষ্ট্র
(d) কম্বোডিয়া
উত্তরঃ (a) ভিয়েতনাম

(xi) ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় -
(a) 1780 খ্রিস্টাব্দে
(b) 1818 খ্রিস্টাব্দে
(c) 1800 খ্রিস্টাব্দে
(d) 1849 খ্রিস্টাব্দে
উত্তরঃ (c) 1800 খ্রিস্টাব্দে

(xii) স্তম্ভ-১ এর সঙ্গে স্তম্ভ-২ মেলাও :
বিকল্পসমূহ :
(a) (i) – A, (ii) – B, (iii) – D, (iv) – C
(c) (i) – A, (ii) – C, (iii) – D, (iv) – B
(b) (i) – B, (ii) – D, (iii) – A, (iv) – C
(d) (i) – B, (ii) – A, (iii) – C, (iv) – D
উত্তরঃ (d) (i) – B, (ii) – A, (iii) – C, (iv) – D

(xii) উত্তর-আটলান্টিক সামরিক জোট (NATO) কবে গঠিত হয়েছিল ?
(a) 1948 খ্রিস্টাব্দে
(b) 1949 খ্রিস্টাব্দে
(c) 1950 খ্রিস্টাব্দে
(d) 1951 খ্রিস্টাব্দে
উত্তরঃ (b) 1949 খ্রিস্টাব্দে

(xiv) জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন -
(a) জওহরলাল নেহরু
(b) মার্শাল টিটো
(c) ড. সুকর্ণ
(d) গামেল আবদেল নাসের
উত্তরঃ (a) জওহরলাল নেহরু

(xv) স্তম্ভ-১ এর সঙ্গে স্তম্ভ-২ মেলাও :
বিকল্পসমূহ :
(a) (i) – A, (ii) – C, (iii) – D, (iv) – B
(b) (i) – B, (ii) – C, (iii) – D, (iv) – A
(c) (i) – A, (ii) – D, (iii) – C, (iv) – B
(d) (i) – C, (ii) – D, (iii) – B, (iv) – A
উত্তরঃ (c) (i) – A, (ii) – D, (iii) – C, (iv) – B

(xvi) ‘দক্ষিণী বিদ্যাসাগর’ কাকে বলা হত ?
(a) বীরসালিঙ্গম পানতুলু
(b) শ্রী নারায়ণ গুরু
(c) বিশ্বনাথ সত্যারাম
(d) উন্নভা লক্ষ্মীনারায়ণ
উত্তরঃ (a) বীরসালিঙ্গম পানতুলু

(xvii) গুজরাটের খেরা জেলার দরিদ্র কৃষক কী নামে পরিচিত ছিল ?
(a) হরিজন
(b) কুনবি
(c) পাত্তিদার
(d) বর্গাদার
উত্তরঃ (b) কুনবি

(xviii) ‘আজাদ হিন্দ সরকার’ প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় ?
(a) টোকিওতে
(b) ব্যাংককে
(c) রেঙ্গুনে
(d) সিঙ্গাপুরে
উত্তরঃ (d) সিঙ্গাপুরে

(xix) কুয়োমিনটাং-এর প্রতিষ্ঠাতা কে ?
(a) চৌ-এন-লাই
(b) সান-ইয়াৎ-সেন
(c) চিয়াং কাই-শেক
(d) মাও সে-তুঙ
উত্তরঃ (b) সান-ইয়াৎ-সেন

(xx) ‘হিন্দু পাইওনিয়ার’ পত্রিকাটি প্রকাশ করেন -
(a) নব্যবঙ্গ
(b) প্রার্থনা সমাজ
(c) আর্য সমাজ
(d) ব্রাহ্ম সমাজ
উত্তরঃ (a) নব্যবঙ্গ

(xxi) বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন ?
(a) রাজকুমার শুক্লা
(b) রাজেন্দ্র প্রসাদ
(c) বল্লভভাই প্যাটেল
(d) কল্যাণজি মেহেতা
উত্তরঃ (c) বল্লভভাই প্যাটেল

(xxii) ক্রিপস্ মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ?
(a) উইনস্টন চার্চিল
(b) লিনলিথগো
(c) ক্লেমেন্ট এটলি
(d) স্ট্যাফোর্ড ক্রিপস্
উত্তরঃ (a) উইনস্টন চার্চিল

(xxiii) লক্ষ্ণৌ চুক্তি কবে সম্পাদিত হয় ?
(a) 1916 খ্রিস্টাব্দে
(b) 1919 খ্রিস্টাব্দে
(c) 1906 খ্রিস্টাব্দে
(d) 1909 খ্রিস্টাব্দে
উত্তরঃ (a) 1916 খ্রিস্টাব্দে

(xxiv) ভাইকম-এর ‘মন্দির প্রবেশ’ আন্দোলনের নেতৃত্ব কে দেন ?
(a) ড. আম্বেদকর
(b) এ কে গোপালন
(c) জ্যোতিবা ফুলে
(d) কে পি কেশব মেনন
উত্তরঃ (d) কে পি কেশব মেনন

2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×16=16

(i) স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তরঃ ড. সুকর্ন।

অথবা,
স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল ?
উত্তরঃ ১৯৫১-১৯৫২ খ্রিস্টাব্দে।

(ii) বার্লিন অবরোধ বলতে কী বোঝায়?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত বিরোধিতার কারণে রাশিয়া পশ্চিম জার্মানি থেকে বার্লিনকে আলাদা করতে যে অবরোধ নীতি ঘোষণা করে, তাকে বার্লিন অবরোধ বলে।

অথবা,
বুলগানিন কে ছিলেন ?
উত্তরঃ ১৯৫৫ সালে সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপতি ছিলেন।

(iii) লিনলিথগো প্রস্তাব অথবা আগস্ট প্রস্তাব কবে ঘোষিত হয় ?
উত্তরঃ ১৯৪০ সালের ৮ই আগস্ট।

অথবা,
ক্রিপস্ মিশনের প্রস্তাবে গান্ধিজি কী প্রতিক্রিয়া ব্যক্ত করেন ?
উত্তরঃ ফেল পড়া ব্যাঙ্কের উপরে কাটা চেক- A post dated cheque on a crashing bank.

(iv) মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিক নেতা অভিযুক্ত হন ?
উত্তরঃ ৩৩ জন।

(v) হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কোনসালে প্রবর্তিত হয় ?
উত্তরঃ ১৮৫৬ সালে।

অথবা,
‘চুইয়ে পড়া’ নীতি বলতে কী বোঝায় ?
উত্তরঃ লর্ড মেকলে পাশ্চাত্যের ইংরেজি শিক্ষা উঁচুতলা থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়া বোঝাতে ‘চুঁইয়ে পড়া’ নীতি বলেছেন।

(vi) কোন আইন দ্বারা কলকাতার সুপ্রিম কোর্ট স্থাপিত হয় ?
উত্তরঃ ১৭৭৪ সালের রেগুলেটিং আইন অনুযায়ী।

অথবা,
তাইপিং বিদ্রোহ কবে এবং কোথায় হয়েছিল৷
উত্তরঃ ১৮৫০- ১৮৬৪ সালে, চিনে।

(vii) সোস্যাল ডারউইনবাদের প্রবক্তা কে ?
উত্তরঃ হারবার্ট স্পেনসার।

(viii) লগ্নি পুঁজি কাকে বলে ?
উত্তরঃ যে পুঁজি বা অর্থ শিল্প প্রতিষ্ঠা ও প্রসারের জন্য বিনিয়োগ করা হয় তাকে লগ্নি পুঁজি বলে।

(ix) বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয় ?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা।

(x) ফিদেল কাস্ত্রো কে ছিলেন ?
উত্তরঃ কিউবার রাষ্ট্রপতি।

(xi) কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয় ?
উত্তরঃ নেতাজি সুভাষচন্দ্র বসু।

(xii) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে, কখন ঘোষণা করেন ?
উত্তরঃ ১৯৩২ সালে, র‍্যামসে ম্যাকডোনাল্ড।

অথবা,
মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী ?
উত্তরঃ পৃথক পাকিস্তানের দাবি উত্থাপন।

(xiii) ‘নব্যবঙ্গীয়’ কারা ?
উত্তরঃ ডিরোজিওর যুক্তিবাদের আদর্শে অনুপ্রাণিত রামতনু লাহিড়ি, প্যারিচাঁদ মিত্র, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এবং তৎসহ যুবসম্প্রদায়কে ‘নব্যবঙ্গীয়’ বলা হত।

অথবা,
চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয় ?
উত্তরঃ যে শ্রমিকরা নিয়োগকর্তার চুক্তিতে আবদ্ধ৷

(xiv) একশো দিনের সংস্কার কী ছিল?
উত্তরঃ ১৮৯৮ সালের ১১ জুন চিনা সম্রাট কোয়াং-সু শিক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে একশো তিন দিন ব্যাপী যে সংস্কার করেছিলেন, তা একশো দিনের সংস্কার নামে পরিচিত।

(xv) সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয় ?
উত্তরঃ ১৮৫৩ সালে।

অথবা,
‘পলাশির লুণ্ঠন’ বলতে কী বোঝ ?
উত্তরঃ পলাশির যুদ্ধের পর বাংলার অর্থসম্পদ যেভাবে ইংল্যান্ডে পাচার হত তাকে ‘পলাশির লুণ্ঠন’ বলে।

(xvi) শ্বেতাঙ্গদের বোঝা’ বলতে কী বোঝানো হয় ?
উত্তরঃ শ্বেতাঙ্গ মানুষরা এশিয়া এবং আফ্রিকার অ-শ্বেতাঙ্গ মানুষের উপর যে অত্যাচার করত তাকে ‘শ্বেতাঙ্গদের বোঝা’ বলে। 

No comments:

Post a Comment