WBCHSE (H.S) Class 12 History question paper 2016 with answers | H.S Class 12 History question paper 2016 with answers | WBCHSE (H.S) Class 12 History solved question paper 2016 | WBCHSE (H.S) Class 12 History previous year solved question paper 2016 | উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2016 এবং উত্তর - Kabir Mondal

An Educational Website kabirmondal.blogspot.com offers NCERT Solutions, CBSE Solutions, WBBSE English Class - 6,7,8,9,10, WBCHSE (H.S) English Class 11,12, Texts, Notes, Grammar, Projects, Writings, PDF Books and Notes, Previous Year Question Paper, Sample Paper, MCQ questions and answers, Short (SAQ) questions and answers, Broad/Long/Descriptive questions and answers, MCQ Practice Sets, SAQ Practice Sets, Health and Fitness Tips and many more.

Fresh Topics

Friday, 29 September 2023

WBCHSE (H.S) Class 12 History question paper 2016 with answers | H.S Class 12 History question paper 2016 with answers | WBCHSE (H.S) Class 12 History solved question paper 2016 | WBCHSE (H.S) Class 12 History previous year solved question paper 2016 | উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2016 এবং উত্তর

WBCHSE (H.S) Class 12 History question paper 2016 with answers | H.S Class 12 History question paper 2016 with answers | WBCHSE (H.S) Class 12 History solved question paper 2016 | WBCHSE (H.S) Class 12 History previous year solved question paper 2016 | উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2016 এবং উত্তর

HISTORY
(New Syllabus)
2016
Total Time : 3 hours 15 Minutes
Total Marks : 80

1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
Special credit will be given for answers which are brief and to the point.

2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.

3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Figures in the margin indicate full marks for the questions.

PART – A
(Marks – 40)

1. যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক) : 8×5=40

খন্ড - ক

i. জাদুঘর কাকে বলে ? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো।

ii. সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো।

iii. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও।

অথবা,
চিনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো।

iv. চিনের চৌঠা মে (May Fourth) আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো। এই আন্দোলনের প্রভাব আলোচনা করো।

খন্ড - খ

v. 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলি আলোচনা করো। এই আইনের গুরুত্ব কী ছিল?

vi. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল। এই ঘটনার গুরুত্ব আলোচনা করো।

vii. জোট নিরপেক্ষ নীতি কী ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো।

অথবা,
ঠাণ্ডা লড়াই বলতে কী বোঝায়? ঠান্ডা লড়াই-এর তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো।

viii. সার্ক কীভাবে গঠিত হয়েছিল? সার্ক-এর উদ্দেশ্যগুলি কী ছিল?

PART – B

1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×24 = 24

(i) ‘সব ইতিহাসই সমকালীন ইতিহাস’– এটি কার উক্তি ?
(a) ক্রোচের
(b) র‍্যাঙ্কের
(c) র‍্যালের
(d) ই. এইচ. কার-এর
উত্তরঃ (a) ক্রোচের

(ii) ‘‘রাজতরঙ্গিনী’ রচনা করেন -
(a) কৌটিল্য
(b) কলহন
(c) বিলহন
(d) কালিদাস
উত্তরঃ (b) কলহন

(iii) পোর্তুগিজরা ‘ব্ল্যাক গোল্ড’ বলত -
(a) কয়লাকে
(b) গোলমরিচকে
(c) লবঙ্গকে
(d) দারুচিনিকে
উত্তরঃ (b) গোলমরিচকে

(iv) ভারতে এশিয়াটিক সোসাটির প্রতিষ্ঠা হয় -
(a) 1784 খ্রিস্টাব্দে
(b) 1774 খ্রিস্টাব্দে
(c) 1798 খ্রিস্টাব্দে
(d) 1874 খ্রিস্টাব্দে
উত্তরঃ (a) 1784 খ্রিস্টাব্দে

(v) ভারতের কোন্ রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে ?
(a) বোম্বে
(b) গুজরাট
(c) মাদ্রাজ
(d) বাংলা
উত্তরঃ (d) বাংলা

(vi) স্তম্ভ-১ এর সঙ্গে স্তম্ভ-২ মেলাও :
বিকল্পসমূহ :
(a) (i) – B, (ii) – D, (iii) – A, (iv) – C
(b) (i) – C, (ii) – B, (iii) – D, (iv) – A
(c) (i) – D, (ii) – C, (iii) – A, (iv) – B
(d) (i) – A, (ii) – B, (iii) – C, (iv) – D
উত্তরঃ (a) (i) -B, (ii) -D, (iii) -A, (iv) -C

(vii) নানকিং-এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল -
(a) 1839 খ্রিস্টাব্দে
(b) 1841 খ্রিস্টাব্দে
(c) 1843 খ্রিস্টাব্দে
(d) 1845 খ্রিস্টাব্দে
উত্তরঃ (b) 1841 খ্রিস্টাব্দে

(viii) ‘বর্তমান ভারত’ রচনা করেন -
(a) বিবেকানন্দ
(b) বিদ্যাসাগর
(c) রামমোহন
(d) রবীন্দ্রনাথ
উত্তরঃ (a) বিবেকানন্দ

(ix) শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন -
(a) দয়ানন্দ সরস্বতী
(b) লালা হংসরাজ
(c) কেশবচন্দ্র সেন
(d) বাল গঙ্গাধর তিলক
উত্তরঃ (a) দয়ানন্দ সরস্বতী

(x) রামমোহন রায়কে কে ‘রাজা’ উপাধি দিয়েছিলেন ?
(a) লর্ড মিন্টো
(b) সম্রাট বাহাদুর শাহ
(c) মুঘল সম্রাট ‘দ্বিতীয় আকবর
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (c) মুঘল সম্রাট ‘দ্বিতীয় আকবর’

(xi) ‘Poverty and un-British rule in India’ রচনা করেন -
(a) অরবিন্দ
(b) গান্ধিজি
(c) দাদাভাই নৌরজি
(d) সুরেন্দ্রনাথ
উত্তরঃ (c) দাদাভাই নৌরজি

(xi) মুসলিম লিগের কোন্ অধিবেশনে পাকিস্তান দাবি করা হয় ?
(a) লাহোর
(b) লক্ষ্ণৌ
(c) মাদ্রাজ
(d) পাঞ্জাব
উত্তরঃ (a) লাহোর

(xii) 1943-এর বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
(a) ওয়াভেল
(b) রিপন
(c) আরউইন
(d) ক্লাইভ
উত্তরঃ (a) ওয়াভেল

(xiv) স্তম্ভ-১-এর সঙ্গে স্তম্ভ-২ মেলাও :
বিকল্পসমূহ :
(a) (i) – B, (ii) – D, (iii) – C, (iv) – A
(b) (i) – D, (ii) – C, (iii) – A, (iv) – B
(c) (i) – B, (ii) – C, (iii) – D, (iv) – A
(d) এগুলির কোনোটিই নয়
উত্তরঃ (c) (i) -B, (ii) -C, (iii) -D, (iv) -A

(xv) স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় -
(a) 1949 খ্রিস্টাব্দে
(b) 1948 খ্রিস্টাব্দে
(c) 1947 খ্রিস্টাব্দে
(d) 1849 খ্রিস্টাব্দে
উত্তরঃ (a) 1949 খ্রিস্টাব্দে

(xvi) ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন -
(a) মাউন্টব্যাটেন
(b) এটলি
(c) ক্যানিং
(d) ওয়ারেন হেস্টিংস
উত্তরঃ (a) মাউন্টব্যাটেন

(xvii) পটডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল -
(a) 1943 খ্রিস্টাব্দে
(b) 1944 খ্রিস্টাব্দে
(c) 1945 খ্রিস্টাব্দে
(d) 1946 খ্রিস্টাব্দে
উত্তরঃ (c) 1945 খ্রিস্টাব্দে

(xviii) 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হল -
(a) ন্যাটো
(b) ব্রাসেলস্
(c) সিয়েটো
(d) ওয়ারশ
উত্তরঃ (c) সিয়েটো

(xix) 27 দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে ?
(a) বান্দুং
(b) বেলগ্রেড
(c) তেহেরান
(d) নতুন দিল্লি
উত্তরঃ (b) বেলগ্রেড

(xx) জিওনিস্ট-দের সংগঠনের সভাপতি ছিলেন -
(a) নাসের
(b) বেন গুরিয়ান
(c) ওয়াইজম্যান
(d) আরাফত
উত্তরঃ (c) ওয়াইজম্যান

(xxi) পি. সি. মহলানবীশ ভারতে কোন্ পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন ?
(a) প্রথম
(b) দ্বিতীয়
(c) তৃতীয়
(d) চতুর্থ
উত্তরঃ (b) দ্বিতীয়

(xxii) বাংলাদেশ স্বাধীনতা লাভ করে ________ খ্রিস্টাব্দে।
(a) 1972
(b) 1971
(c) 1947
(d) 1975
উত্তরঃ (b) 1971

(xxiii) পেরেস্ত্রৈকার প্রবর্তক ছিলেন -
(a) ক্রুশ্চেভ
(b) লেনিন
(c) স্তালিন
(d) গর্বাচেভ
উত্তরঃ (d) গর্বাচেভ

(xxiv) ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন -
(a) ভাটনাগর
(b) মেঘনাদ সাহা
(c) রাজা রমন্না
(d) হোমি ভাবা
উত্তরঃ (d) হোমি ভাবা

2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×16=16

(i) মার্কেন্টাইলবাদ কী ?
উত্তরঃ অ্যাডাম স্মিথ ১৭৭৬ সালে তাঁর ‘দি ওয়েলথ অব নেশন’ গ্রন্থে বলেছিলেন ইউরোপের শক্তিশালী দেশগুলি পণ্যদ্রব্য প্রস্তুতকারক কাঁচামাল সংগ্রহ ও বিক্রীর বাজার দখলের জন্য যে নীতি নিয়েছিল তা মার্কেন্টাইলবাদ।

অথবা,
1612 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয় ?
উত্তরঃ গুজরাটের সুরাটে ১৬১২ খ্রিস্টাব্দে ভারতে প্রথম ইংরেজ বাণিজ্যকেন্দ্র স্থাপিত হয়।

(ii) কোন্ ইউরোপীয় দেশ চিনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল ?
উত্তরঃ পোর্তুগাল।

অথবা,
বৈদেশিক বাণিজ্যের জন্য চিনের কোন্ বন্দর দুটি সীমাবদ্ধ ছিল ?
উত্তরঃ ম্যাকাও ও ক্যান্টন ৷

(iii) আলিনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ ১৭৫৭ সালের ৯ই ফেব্রুয়ারি, সিরাজ-উদ-দৌল্লা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।

(iv) কোন্ ভূমিব্যবস্থা জমিদারদের জমির উপর মালিকানা স্বত্ব দিয়েছিল ?
উত্তরঃ চিরস্থায়ী বন্দোবস্ত।

অথবা,
কে, কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন ?
উত্তরঃ লর্ড ডালহৌসি।

(v) চিনে কোন্ বছর আফিং আমদানি বন্ধ হয় ?
উত্তরঃ ১৮০০ খ্রিস্টাব্দে।

অথবা,
উন্মুক্ত দ্বার নীতি কী এবং কে এর প্রবক্তা ?
উত্তরঃ মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চিনে বিভিন্ন অঞ্চলে ইউরোপের বিভিন্ন দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বাণিজ্যের সমান সুযোগ দেওয়ার নীতি উন্মুক্ত দ্বার নীতি নামে পরিচিত।

(vi) সাহুকার কাদের বলা হয় ?
উত্তরঃ বোম্বাই প্রেসিডেন্সির দরিদ্র কৃষকরা খাজনার অর্থ উঁচু সুদে যে মহাজনদের কাছ থেকে ধার করত, তাদের সাহুকার বলে।

(vii) কোন্ গভর্নর জেনারেল অ্যাংলিসিস্ট- ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান ?
উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিক।

অথবা,
কবে এবং কেন স্যাডলার কমিশন গঠিত হয় ?
উত্তরঃ ১৯১৭ সালে ভারতীয় শিক্ষার উন্নতিকল্পে স্যাডলার কমিশন গঠিত হয়।

(viii) কেরালায় কে অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন ?
উত্তরঃ শ্রী নারায়ণ গুরু।

অথবা,
চীনে কোন বছর মে ফোথ আন্দোলন শুরু হয়েছিল ?
উত্তরঃ ১৯১৯ সালে।

(ix) মর্লে-মিন্টো সংস্কার আইন কবে পাস হয় ?
উত্তরঃ ১৯০৯ খ্রস্টিাব্দে।

(x) কবে এবং কাদের মধ্যে লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ ১৯১৬ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগ।

অথবা,
কবে ও কোথায় ভারতীয় কম্যুনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯২৫ সালে ২৬ শে ডিসেম্বর কানপুরে৷

(xi) ক্যাবিনেট মিশনের তিনজন সদস্যের নাম লেখো।
উত্তরঃ লর্ড পেথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এ.ভি. আলেকজান্ডার।

অথবা,
রশিদ আলি দিবস কবে এবং কেন পালিত হয়েছিল ?
উত্তরঃ ১৯৪৬ সালের ১২ই ফেব্রুয়ারি আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলির মুক্তির দাবিতে মুসলিম লিগের ছাত্র সংগঠন ধর্মঘটের ডাক দেয়।

(xii) হো-চি-মিন কে ছিলেন ?
উত্তরঃ ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা।

অথবা,
কোন্ বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় ?
উত্তরঃ ১৯৪৯ সালে।

(xiii) ‘এশিয়া এশিয়াবাসীর জন্য’ এই স্লোগান কোন্ দেশের ?
উত্তরঃ জাপানের।

(xiv) মার্শাল পরিকল্পনা কী ?
উত্তরঃ ১৯৪৭ সালে ৫ই জুন ইউরোপের বিভিন্ন দেশে আর্থিক পুণরুজ্জীবনের উদ্দেশ্যে মার্শাল যে কর্মসূচি ঘোষণা করেন তাকে মার্শাল পরিকল্পনা বলে।

অথবা,
ওয়ারশ চুক্তি কবে এবং কেন স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ ১৯৫৫ সালের মে মাসে, কমিউনিস্ট দেশগুলির সহযোগিতা বৃদ্ধি এবং রুশ কর্তৃক বজায় রাখার জন্য ওয়ারশ চুক্তি করে।

(xv) দাঁতাত কী ?
উত্তরঃ সোভিয়েত ইউনিয়ন ও মার্কিনীদের ১৯৬০ এর দশকে শেষের দিকে পারস্পরিক নমনীয় ভাব কে দাঁতাত বলা হয়।

(xvi) বেন বেল্লা কে ?
উত্তরঃ আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি।

অথবা,
‘পাকিস্তান পিপলস্ পার্টি’ কে গঠন করেন?
উত্তরঃ জুলফিকার আলি ভুট্টো।


No comments:

Post a Comment