WBCHSE (H.S) Class 12 Geography question paper 2023 with answers | H.S Class 12 Geography question paper 2023 with answers | WBCHSE (H.S) Class 12 Geography solved question paper 2023 | WBCHSE (H.S) Class 12 Geography previous year solved question paper 2023 | উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2023 এবং উত্তর - Kabir Mondal

An Educational Website kabirmondal.blogspot.com offers NCERT Solutions, CBSE Solutions, WBBSE English Class - 6,7,8,9,10, WBCHSE (H.S) English Class 11,12, Texts, Notes, Grammar, Projects, Writings, PDF Books and Notes, Previous Year Question Paper, Sample Paper, MCQ questions and answers, Short (SAQ) questions and answers, Broad/Long/Descriptive questions and answers, MCQ Practice Sets, SAQ Practice Sets, Health and Fitness Tips and many more.

Fresh Topics

Saturday, 21 October 2023

WBCHSE (H.S) Class 12 Geography question paper 2023 with answers | H.S Class 12 Geography question paper 2023 with answers | WBCHSE (H.S) Class 12 Geography solved question paper 2023 | WBCHSE (H.S) Class 12 Geography previous year solved question paper 2023 | উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2023 এবং উত্তর

WBCHSE (H.S) Class 12 Geography question paper 2023 with answers | H.S Class 12 Geography question paper 2023 with answers | WBCHSE (H.S) Class 12 Geography solved question paper 2023 | WBCHSE (H.S) Class 12 Geography previous year solved question paper 2023 | উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2023 এবং উত্তর

GEOGRAPHY
(New Syllabus)
2023
Total Time 3 Hours 15 minutes
Total Marks : 70

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।

Instructions to the Candidates :
1.Special credit will be given for answers which are brief and to the point.
2.Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
3.Figures in the margin indicate full marks for the questions.

(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী)

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে প্রদত্ত মূল উত্তরপত্রে লেখো : 1×21=21

(i) সোয়ালো হোল যে পথ দ্বারা ভূগর্ভের সাথে যুক্ত থাকে, তাকে বলে -
(a) হাম্‌স্‌
(b) ডোলাইন
(c) পোনোর
(d) পোলজি
উত্তরঃ (c) পোনোর

(ii) যে শিলাস্তর জল ধরে রাখতে বা পরিবাহিত করতে সমর্থ নয়, তাকে -
(a) অ্যাকুইফিউজ
(b) অ্যাকুইফার
(c) অ্যাকুইডাক্ট
(d) অ্যাকুইড
উত্তরঃ (a) অ্যাকুইফিউজ

(iii) কেরলের মালাবার উপকূল যে প্রকার উপকূলের উদাহরণ, সেটি হলো -
(a) ফিয়র্ড উপকূল
(b) ডালমেশিয়ান উপকূল
(c) রিয়া উপকূল
(d) যৌগিক উপকূল
উত্তরঃ (d) যৌগিক উপকূল

(iv) স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সৃষ্ট একটি ভূমিরূপ হলো -
(a) মোনাডনক
(b) নিক্‌ বিন্দু
(c) ইনসেলবার্জ
(d) হামস্
উত্তরঃ (a) মোনাডনক

(v) মরু অঞ্চলে প্লায়াকে কেন্দ্র করে যে নদী-নক্‌শা গঠিত হয়, সেটি হলো -
(a) বৃক্ষরূপী নদী-নক্‌শা
(b) কেন্দ্রমুখী নদী-নক্‌শা
(c) পিনেট নদী নক্‌শা
(d) আয়তাকার নদী-নক্‌শা
উত্তরঃ(b) কেন্দ্রমুখী নদী-নক্‌শা

(vi) মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো -
(a) হিটোসল
(b) অ্যারিডিসল
(c) মলিসল
(d) অ্যান্ডিসন
উত্তরঃ (b) অ্যারিডিসল

(vii) মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়, সেই স্তরটি হলো -
(a) ‘A’ স্তর
(b) ‘B’ স্তর
(c) ‘O’ স্তর
(d) ‘R’ স্তর
উত্তরঃ (c) ‘O’ স্তর

(viii) ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত, তা হলো -
(a) উষ্ণ মরু জলবায়ু অঞ্চল
(b) মৌসুমী জলবায়ু অঞ্চল
(c) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল
(d) নিরক্ষীয় জলবায়ু অঞ্চল
উত্তরঃ (d) নিরক্ষীয় জলবায়ু অঞ্চল

(ix) এল-নিনো এবং লা-নিনার প্রভাব সর্বাধিক পরিলক্ষিত হয় -
(a) আটলান্টিক মহাসাগরে
(b) প্রশান্ত মহাসাগরে
(c) ভারত মহাসাগরে
(d) সুমেরু মহাসাগরে
উত্তরঃ (b) প্রশান্ত মহাসাগরে

(x) দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত যে নামে পরিচিত, তা হলো -
(a) উইলি-উইলি
(b) টর্নেডো
(c) হ্যারিকেন
(d) টাইফুন
উত্তরঃ (d) টাইফুন

(xi) UNESCO কর্তৃক ‘মানুষ ও জীবমণ্ডল কর্মসূচী’ প্রথম গৃহীত হয় -
(a) 1961 খ্রীষ্টাব্দে
(b) 1971 খ্রীষ্টাব্দে
(c) 1981 খ্রীষ্টাব্দে
(d) 1991 খ্রীষ্টাব্দে
উত্তরঃ (b) 1971 খ্রীষ্টাব্দে

(xii) ‘জৈব বিপর্যয়’-এর একটি উদাহরণ হলো -
(a) 1984 খ্রীষ্টাব্দের ভূপাল গ্যাস দুর্ঘটনা
(b) 2020 খ্রীষ্টাব্দের COVID 19 অতিমারী
(c) 2004 খ্রীষ্টাব্দে ভারত মহাসাগরে সৃষ্ট সুনামি
(d) 2009 খ্রীষ্টাব্দে সৃষ্ট ‘আয়লা’ ঘুর্ণিঝড়
উত্তরঃ (b) 2020 খ্রীষ্টাব্দের COVID 19 অতিমারী

(xii) প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলির অন্তর্ভুক্ত নয়, এমন একটি অর্থনৈতিক কার্যাবলির উদাহরণ হলো -
(a) খাদ্য সংগ্রহ
(b) পশুপালক যাযাবর বৃত্তি
(c) স্থানান্তর কৃষি
(d) খাদ্য প্রক্রিয়াকরণ
উত্তরঃ (d) খাদ্য প্রক্রিয়াকরণ

(xiv) ভারতে বাগিচা কৃষির সাথে যুক্ত নয় এমন একটি ফসল হলো -
(a) চা
(b) কফি
(c) কার্পাস
(d) রবার
উত্তরঃ (c) কার্পাস

(xv) শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন -
(a) অগাস্ট লশ
(b) আলফ্রেড ওয়েবার
(c) ই. ডব্লু. জিমারম্যান
(d) জে. সি. উইভার
উত্তরঃ (b) আলফ্রেড ওয়েবার

(xvi) ভারতে প্রথম কাগজ কল স্থাপিত হয় -
(a) টিটাগড়ে
(b) শ্রীরামপুরে
(c) রাণীগঞ্জে
(d) নৈহাটিতে
উত্তরঃ (b) শ্রীরামপুরে

(xvii) WTO-র সদর দপ্তরটি অবস্থিত -
(a) ভিয়েনায়
(b) নিউ ইয়র্কে
(c) জেনিভাতে
(d) কাঠমান্ডুতে
উত্তরঃ (c) জেনিভাতে

(xviii) শিল্পে নিযুক্ত কর্মীদের বলা হয় -
(a) সাদা পোশাকের কর্মী
(b) লাল পোশাকের কর্মী
(c) নীল পোশাকের কর্মী
(d) গোলাপি পোশাকের কর্মী
উত্তরঃ (c) নীল পোশাকের কর্মী

(xix) ভারতে বয়ঃলিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হলো -
(a) (মোট নারীর সংখ্যা / মোট পুরুষের সংখ্যা) × 100
(b) (মোট নারীর সংখ্যা / মোট পুরুষের সংখ্যা) ×1000
(c) (মোট পুরুষের সংখ্যা / মোট নারীর সংখ্যা) × 100
(d) (মোট পুরুষের সংখ্যা / মোট নারীর সংখ্যা) ×1000
উত্তরঃ (b) (মোট নারীর সংখ্যা / মোট পুরুষের সংখ্যা) × 1000

(xx) উপকূলস্থ বালিয়াড়ি বরাবর যে প্রকারের বসতি গড়ে ওঠে, তা হলো -
(a) পিণ্ডাকৃতি বসতি
(b) আয়তাকার বসতি
(c) রৈখিক বসতি
(d) বৃত্তাকার বসতি
উত্তরঃ (c) রৈখিক বসতি

(xxi) হলদিয়া বন্দরটি যে দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত, সেগুলি হলো -
(a) হলদি নদী এবং হুগলি নদী
(b) হলদি নদী এবং রূপনারায়ণ নদী
(c) হলদি নদী এবং কেলেঘাই নদী
(d) হলদি নদী এবং শিলাবতী নদী
উত্তরঃ (a) হলদি নদী এবং হুগলি নদী

(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী)

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×14=14

(i) ‘বহির্জাত প্রক্রিয়া’ বলতে কী বোঝায় ?
উত্তরঃ যে প্রক্রিয়ার মাধ্যমে নদী , বায়ু হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠে রূপের ক্রিয়াশীল হয়ে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বহির্জাত প্রক্রিয়া বলা হয়।

অথবা,
‘টেরারোসা’ কী ?
উত্তরঃ Terra শব্দটির অর্থ হল মৃত্তিকা এবং Rossa শব্দের অর্থ হল লাল। সাধারণত মৃদু ঢাল যুক্ত চুনাপাথর গঠিত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলে বিশুদ্ধ চুনাপাথর দ্রবীভূত হলে অদ্রাব্য শুষ্ক লৌহের যৌগ ভূপৃষ্টের ওপরে পড়ে কালক্রমে আম্লিক লাল অবক্ষেপনের সৃষ্টি হয়। ভূমধ্যসাগরীয় অঞ্চলে একে টেরারোসা বলা হয়।

(ii) ‘পশ্চাদ্ তটভূমি’ কাকে বলে ?
উত্তরঃ সমুদ্র জলের উর্ধ্বসীমা থেকে উপকূলস্থ খাড়া পাড় বা ভৃগুতট পর্যন্ত বিস্তৃত অংশকে পশ্চাৎ তটভূমি বলে। পশ্চাৎ তটভূমিতে ঝটিকা তরঙ্গের জল পৌঁছালেও তা ওই জল দ্বারা খুব কম সময়ই প্লাবিত হয় এবং প্রায় সব সময় উন্মুক্ত থাকে।

অথবা,
গ্রেট বেরিয়ার রীফ কোন্ মহাদেশের অন্তর্গত ?
উত্তরঃ গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলে অসাধারণ বৈচিত্র্য এবং সৌন্দর্যের একটি স্থান। এটিতে বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীরের সংগ্রহ রয়েছে, যেখানে 400 ধরনের প্রবাল, 1,500 প্রজাতির মাছ এবং 4,000 ধরনের মোলাস্ক রয়েছে।

(iii) ‘ইনসেলবার্জ’ কাকে বলে ?
উত্তরঃ মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যেের ফলে সৃষ্ট খাড়া পার্শ্বদেশ ও প্রায় সমতল বা গোলাকার শিখরদেশ বিশিষ্ট কঠিন শিলায় গঠিত বিচ্ছিন্ন দ্বীপের ন্যায় অবশিষ্ট বা ক্ষয়ীভূত পাহাড়কে ইনসেলবার্জ বলে।

(iv) “জলনির্গম প্রণালী’র সংজ্ঞা দাও।
উত্তরঃ চারপাশের উঁচু স্থান থেকে মধ্যভাগের একটি নিম্নভূমির দিকে ছোট ছোট নদী প্রবাহিত হয়ে যে নদী নকশা গড়ে ওঠে তাকে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী বলা হয়।

অথবা,
‘অধ্যারোপিত নদী’র সংজ্ঞা দাও।
উত্তরঃ নতুন সঞ্চিত শিলাস্তরের উপর গঠিত কোনো নদী নীচের প্রাচীন শিলার উপর অধিষ্ঠিত হলে, তাকে বলা হয় অধ্যারোপিত নদী।

(v) ‘পডজলিকরণ’ বলতে কী বোঝায় ?
উত্তরঃ যে প্রক্রিয়ায় মৃত্তিকার উপরিস্তরে সিলিকা সঞ্চিত হয় এবং লোহা ও অ্যালুমিনিয়াম অপসৃত হয় ধৌত প্রক্রিয়ার মাধ্যমে, তাকে ‘পডজলিকরণ’ বা পডসলাইজেশন বলে।

অথবা,
মৃত্তিকাস্থিত প্রধান তিনটি পুষ্টিমৌলের নাম লেখো ৷
উত্তরঃ উদ্ভিদ তার নিজের বৃদ্ধির জন্য বায়ু থেকে CO₂, মৃত্তিকা থেকে খনিজ লবণ ও জল এবং সূর্য থেকে আগত আলাে ব্যবহার করে সালােকসংশ্লেষের মাধ্যমে খাদ্য প্রস্তুত করে। এদের মধ্যে খনিজ ও জল প্রধানত মূত্তিকা থেকে সরবরাহ হয়ে থাকে। এই খনিজ ও জলকে মৃত্তিকাস্থিত পুষ্টিমৌল বলে।

(vi) একটি খরা প্রতিরোধী ও একটি খরা সহ্যকারী উদ্ভিদের নাম লেখো।
উত্তরঃ খরা প্রতিরোধী - ফণীমনসা, রসালো ক‍্যাকটাস, ঘৃতকুমারী, শতমূলী প্রভৃতি। খরা সহ্যকারী - বাবলা, আকন্দ, খেজুর প্রভৃতি।

(vii) ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের এককের নাম লেখো।
উত্তরঃ ডবসন হল ওজোন পরিমাপের একক।

অথবা,
‘4 O’clock rain’ কোন্ জলবায়ু অঞ্চলের সাথে যুক্ত?
উত্তরঃ নিরক্ষীয় জল বায়ু অঞ্চলে 4 O’clock rain দেখা যায়।

(viii) ‘বিপন্ন প্রজাতি’ বলতে কী বোঝায় ?
উত্তরঃ বিপন্ন প্রজাতি হল এমন একটি প্রজাতি যাদের অদূর ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে বলে শ্রেণীবদ্ধ করা হয়েছে।

অথবা,
“বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ” কাকে বলে ?
উত্তরঃ যে ক্ষেত্রে জীব প্রজাতিকে তার নিজ বাসস্থানের বাইরে কৃত্রিম পরিবেশে রক্ষা করা হয়, তাকে বহিঃক্ষেত্রীয় বা এক্স-সিটু সংরক্ষন বলে।

(ix) ভারতীয় আবহাওয়া দপ্তর প্রদত্ত ‘খরা’র সংজ্ঞা দাও।
উত্তরঃ কোন অঞ্চলে গড় বার্ষিক বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশের কম হলে করা সৃষ্টি হয়।

(x) “বাণিজ্য কৃষি” কাকে বলে ?
উত্তরঃ যে সমস্ত অঞ্চলে জনসংখ্যার তুলনাই জমির পরিমাণ বেশি, সেখানে উন্নত মানের কৃষি পদ্ধতি ব্যাবহার করে প্রচুর ফসল ফলানো হয়, ফলে সেই সমস্ত ফসল বাইরে রপ্তানি করা হয়, সেই কৃষিকেই বাণিজ্য কৃষি বা ব্যাপক কৃষি বলে।

অথবা,
ভারতে সয়াবীন উৎপাদনকারী দুটি উল্লেখযোগ্য রাজ্যের নাম করো।
উত্তরঃ মধ্যপ্রদেশ হল ভারতের বৃহত্তম সয়াবিন উৎপাদনকারী রাজ্য, তারপরে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র এবং রাজস্থান। ভারতে প্রতি বছর 12 মিলিয়ন টন সয়াবিন উৎপাদিত হয়।

(xi) ‘আইসোটিম’-এর সংজ্ঞা দাও।
উত্তরঃ ওয়েবারের তত্ত্ব অনুযায়ী কোনো একটি নির্দিষ্ট স্থান থেকে অন্য একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত যেখানে পরিবহন ব্যায় সমান হয়, সেই সমান পরিবহন যুক্ত অনেক গুলি স্থানকে একটি রেখা দ্বারা যুক্ত করে, যে রেখা পায়ও যায় তাকে আইসোটিম বলে।

(xii) ‘অতি নব্য অর্থনৈতিক কার্যাবলি’ বলতে কী বোঝায় ?
উত্তরঃ ১ম, ২য়, ৩য়, ৪র্থ– স্তরের সুষ্ঠু ও সুচিন্তিত নীতি নির্ধারণ পরিকল্পনা গ্রহণ পরামর্শদান ব্যাখ্যা বিশ্লেষণ পরিচালন সংক্রান্ত অতি উচ্চমানের পরিষেবা মূলক কার্যাবলীকে ‘অতি নব্য অর্থনৈতিক কার্যাবলি’ বলা হয়।

(xii) ‘কাম্য জনসংখ্যা’ বলতে কী বোঝায় ?
উত্তরঃ কোনো দেশের জনসংখ্যা সেই দেশের প্রাপ্ত সম্পদের অনুপাতে গড়ে উঠলে তাকে কাম্য জনসংখ্যা বলে।

(xiv) বেঙ্গালুরুকে ‘ভারতের সিলিকন ভ্যালি’ বলা হয় কেন ?
উত্তরঃ ভারত সরকারের টেলিকমিউনিকেশন সরঞ্জাম কোম্পানি C-DOT. এবং বৈদ্যুতিক ভোট যন্ত্র EVM, বিমান, জাহাজ, র‍্যাডার, প্রতিরক্ষা সরঞ্জাম তৈরীর সংস্থা BEL ও BHEL বেঙ্গালুরুতে রয়েছে। এই সাদৃশ্যের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক্স শিল্পকেন্দ্র সিলিকন ভ্যালির সঙ্গে তুলনা করে বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়৷

(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী)

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 7×5=35

(a) সমুদ্রতরঙ্গের ক্ষয়কাজের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। ‘কেন্দ্রবিমুখ নদী-নকশা’ বলতে কী বোঝায় ? 6+1

অথবা,
ভূমির পুনর্যৌবনলাভের ফলে গঠিত যে কোনো দুটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। মাটি সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা আলোচনা করো। 4+3

(b) ‘গ্রিনহাউস গ্যাস’গুলির নাম লেখো। ওজোন স্তরের অবক্ষয়ের ফলাফল আলোচনা করো। 2+5

অথবা,
দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে দুটি পার্থক্য লেখো। লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বন্যাকে ‘আধা-প্রাকৃতিক দুর্যোগ’ বলা হয় কেন ? 2+3+2

(c) শুষ্ক কৃষি কাকে বলে ? মিশরে উন্নতমানের কার্পাস উৎপন্ন হওয়ার কারণ ব্যাখ্যা করো। গুজরাটে ‘শ্বেত বিপ্লব’-এর সূচনার কারণ বিশ্লেষণ করো। 1+3+3

(d) ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো-রসায়ন শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা করো। আমেরিকা যুক্তরাষ্ট্রের কার্পাস-বয়ন শিল্পের বণ্টন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4+3

(e) বিশ্বব্যাপী জনসংখ্যা বণ্টনের ওপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো। ছত্তিশগড়ের খনিজ সম্পদের একটি বিবরণ দাও। ভারতের আদমসুমারি অনুযায়ী ‘মহানগর’-এর সংজ্ঞা দাও। 3+3+1

অথবা,
ভারতের পরিকল্পনা অঞ্চলের স্তরক্রম আলোচনা করো। গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো। 4+3


No comments:

Post a Comment