WBCHSE (H.S) Class 12 Geography question paper 2018 with answers | H.S Class 12 Geography question paper 2018 with answers | WBCHSE (H.S) Class 12 Geography solved question paper 2018 | WBCHSE (H.S) Class 12 Geography previous year solved question paper 2018 | উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2018 এবং উত্তর
GEOGRAPHY
(New Syllabus)
2018
Total Time 3 Hours 15 minutes
Total Marks : 70
পরীক্ষার্থীদের জন্য নির্দেশ :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Instructions to the Candidates :
1.Special credit will be given for answers which are brief and to the point.
2.Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
3.Figures in the margin indicate full marks
for the questions.
বিভাগ – ক / PART – A
(MARKS : 35
1. নিম্মলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 7×5=35
(a) উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়বজ্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ বর্ণনা করো। ইলুভিয়েশন বলতে কী বোঝায় ? 6+1=7
অথবা,
তরঙ্গ কর্তিত মঞ্চ, স্বাভাবিক খিলান, ও রো- হোল কীভাবে সৃষ্টি হয়, তা উপযুক্ত চিত্রসহ ব্যাখ্যা করো অধ্যারোপ নদী কাকে বলে ? 6+1=7
(b) পরিবেশের উপর ওজোন স্তরের অবক্ষয়ের প্রভাব আলোচনা করো। লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগতৎবৈশিষ্টগুলি উল্লেখ করো। 4+3=7
অথবা,
জীববৈচিত্রের জিনগত বৈচিত্র ও প্রজাতিগত বৈচিত্র সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। জেট বায়ুপ্রবাহের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 4+3=7
(c) ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো। নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম হয় কেন ? শস্য সমন্বয়ের সংজ্ঞা দাও। 3+2+2=7
(d) ব্রাজিলে রবার শিল্প গড়ে ওঠার সমস্যা গুলি আলোচনা করো। ভারতে তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করেছে কেন ? দ্রব্য সূচক কী ? 3+2+2=7
(e) বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের ওপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো । জনবিবর্তনের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। 3+4=7
অথবা,
ছত্রিশগড়ের খনিজ সম্পদের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। কার্যাবলীর ভিত্তিতে পৌরবসতির শ্রেণিবিভাগ করো ও উদাহরণ দাও। 3+4=7
বিভাগ – খ / PART – B
(Marks : 35)
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখাে: 1×21=21
(i) ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে -
(a) অ্যাকুইফার
(b) অ্যাকুইক্লুড
(c) ভ্যাদোস স্তর
(d) অ্যাকুই টার্ড
উত্তরঃ (c) ভ্যাদোস স্তর
(ii) নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলির একটি উদাহরণ হল -
(a) গবেষণা ও উন্নয়ন
(b) পর্যটন
(c) পরামর্শদান
(d) ব্যাঙ্কিং পরিষেবা
উত্তরঃ (a) গবেষণা ও উন্নয়ন
(iii) আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত -
(a) কার্পাস বয়ন শিল্পের জন্য
(b) মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য
(c) পেট্রোরসায়ন শিল্পের জন্য
(d) কাগজ শিল্পের জন্য
উত্তরঃ (b) মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য
(iv) হলদিয়া দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত, সেগুলি হল -
(a) হলদি ও রূপনারায়ন
(b) হলদি ও কংসাবতী
(c) হলদি ও হুগলি
(d) ভাগীরথী ও রূপনারায়ন
উত্তরঃ (c) হলদি ও হুগলি
(v) প্রদত্ত ঘটনা গুলির মধ্যে যেটি একটি প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ নয়, সেটি হল -
(a) 2009 খ্রিস্টাব্দের আয়লা
(b) 1984 খ্রিস্টাব্দের ভূপাল গ্যাস দুর্ঘটনা
(c) 2004 খ্রিস্টাব্দের সুনামি
(d) 2015 খ্রিস্টাব্দের নেপালের ভূমিকম্প
উত্তরঃ (b) 1984 খ্রিস্টাব্দের ভূপাল গ্যাস দুর্ঘটনা
(vi) ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলটিতে অবস্থিত সেটি হল -
(a) মৌসুমি জলবায়ু অঞ্চল
(b) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল
(c) তুন্দ্রা জলবায়ু অঞ্চল
(d) মরু জলবায়ু অঞ্চল
উত্তরঃ (b) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল
(vii) মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়, সেই স্তর টি হল -
(a) ‘A’ স্তর
(b) ‘B’ স্তর
(c) ‘O’ স্তর
(d) ‘R’ স্তর
উত্তরঃ (c) ‘O’ স্তর
(viii) উপকূলের সাথে সমান্তরালে অবস্থিত শৈলশিরার সমুদ্রে আংশিক নিমজ্জন এর ফলে গঠিত উপকূল কে বলে -
(a) যৌগিক উপকূল
(b) রিয়া উপকূল
(c) ফিয়র্ড উপকূল
(d) ডালমেশিয়ান উপকূল
উত্তরঃ (d) ডালমেশিয়ান উপকূল
(ix) একটি পুষ্করিনী কে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে, তা হল -
(a) শুষ্ক বিন্দু বসতি
(b) আর্দ্র বিন্দু বসতি
(c) রৈখিক বসতি
(d) বর্গাকার বসতি
উত্তরঃ (b) আর্দ্র বিন্দু বসতি
(x) সেবা ক্ষেত্রের কাজ কর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় -
(a) সাদা পোশাকের কর্মী
(b) লাল পোশাকে র কর্মী
(c) নীল পোশাকের কর্মী
(d) গোলাপি পোশাকের কর্মী
উত্তরঃ (d) গোলাপি পোশাকের কর্মী
(xi) মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত, তা হল -
(a) টাইফুন
(b) টর্নেডো
(c) হ্যারিকেন
(d) উইলি-উইলি
উত্তরঃ হ্যারিকেন
(xii) জীব বৈচিত্র শব্দটি প্রথম ব্যবহার করেন -
(a) ওয়াল্টার রোজেন
(b) নরম্যান মায়ারস
(c) চার্লস ডারউইন
(d) রবার্ট হুক
উত্তরঃ (a) ওয়াল্টার রোজেন
(xiii) ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো -
(a) দুধ
(b) মাংস
(c) ডিম
(d) মাছ
উত্তরঃ (d) মাছ
(xiv) একনত গঠনযুক্ত ভূমি ভাগে যে ধরনের নদী নকশা গড়ে ওঠে, সেটি হল -
(a) অঙ্গুরীয় নদী নকশা
(b) কেন্দ্রবিমুখ নদী নকশা
(c) জাফরী রুপি নদী নকশা
(d) কেন্দ্রমুখী নদী নকশা
উত্তরঃ (c) জাফরী রুপি নদী নকশা
(xv) ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হল -
(a) কাশ্মীর উপত্যকা
(b) বোরা গুহা
(c) ব্লু পার্বত্য অঞ্চল
(d) অজন্তা গুহা
উত্তরঃ (b) বোরা গুহা
(xvi) ভারতের বয়-লিঙ্গ পিরামিড নির্ণয়ের সূত্রটি হল -
(a) (মোট নারী সংখ্যা/মোট পুরুষের সংখ্যা) × 100
(b) (মোট নারী সংখ্যা/মোট পুরুষের সংখ্যা) × 1000
(c) (মোট পুরুষের সংখ্যা/মোট নারীর সংখ্যা) × 100
(d) (মোট পুরুষের সংখ্যা/মোট নারীর সংখ্যা) × 1000
উত্তরঃ (b) (মোট নারী সংখ্যা/মোট পুরুষের সংখ্যা) × 1000
(xvii) কষ্টিক সোডা ও সোডা অ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় -
(a) পাট শিল্পে
(b) কার্পাস বয়ন শিল্পে
(c) কাগজ শিল্পে
(d) লৌহ ইস্পাত শিল্পে
উত্তরঃ (c) কাগজ শিল্পে
(xviii) চীনের যে প্রদেশ টি ‘ চীনের ধানের ভান্ডার’ নামে পরিচিত, তা হল -
(a) ইউনান
(b) জেচুয়ান
(c) হুনান প্রদেশ
(d) হুবেই
উত্তরঃ (c) হুনান প্রদেশ
(xix) এল নিনো দেখা যায় -
(a) আটলান্টিক মহাসাগরে
(b) প্রশান্ত মহাসাগরে
(c) ভারত মহাসাগরে
(d) ভূমধ্যসাগরে
উত্তরঃ (b) প্রশান্ত মহাসাগরে
(xx) উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হল -
(a) লৌহ
(b) ম্যাঙ্গানিজ
(c) তামা
(d) নাইট্রোজেন
উত্তরঃ (d) নাইট্রোজেন
(xxi) পাদসমতলিকরণ মতবাদটি প্রথম অবতারণা করেন -
(a) ডব্লিউ. এম. ডেভিস
(b) ডব্লিউ. পেঙ্ক
(c) জে. টি. জ্যাক
(d) এল. সি. কিং
উত্তরঃ (d) এল. সি. কিং
2. নিম্মলিখিত প্রশ্নগুলির উত্তরদাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×14=14
(i) নিক্ বিন্দু কাকে বলে ?
উত্তরঃ পুনর্যৌবন ঘটলে নদীর দৈর্ঘ্য বরাবর একটি বিন্দুতে উর্ধ্ব উপত্যকার পুরোনো মৃদুঢালের সঙ্গে নিম্ম উপত্যকার নতুন খাড়া ঢালের সংযোগ হয়, একে নিক্ বিন্দু বা নিক্ পয়েন্ট বলে।
(ii) আয়ন বায়ু ককে বলে ?
উত্তরঃ আয়ন শব্দের অর্থ পথ। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্মচাপ বলয়ের দিকে প্রবহিত নিয়ত বায়ুকে আয়নবায়ু বলে। উত্তরগোলার্ধে উত্তরপূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধে দাক্ষিণ পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয়।
(iii) মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে ?
উত্তরঃ কিউমুলোনিম্বাস মেঘে দ্রুত ঘনীভবনের ফলে হঠাৎ অল্প সময়ের মধ্যে প্রবলবর্ষণকে মেঘভাঙা বৃষ্টি বলে। ২০১৩ সালে মেঘভাঙা বৃষ্টির কারণে প্রচুর সম্পদ নষ্ট ও জীবনহানি হয়।
(iv) শুন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বোঝ ?
উত্তরঃ কোনো দেশের একবছরে জন্ম ও অভিবাসনের মোট সংখ্যা, মৃত্যু ও প্রবাসনের মোট সংখ্যার সমান হলে সেই দেশের জনসংখ্যার কোনো পরিবর্তন ঘটেনা। জনসংখ্যা বৃদ্ধির এরুপ অবস্থাকে শুন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। সুতরাং শুন্য জনসংখ্যা বৃদ্ধি (জন্ম + অভিবাসন ) – (মৃত্যু + প্রবাসন) = 0
(v) ‘4 O’ clock Rain কোন জলবায়ু অঞ্চলে দেখা যায় ?
উত্তরঃ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে।
অথবা,
ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে ?
উত্তরঃ শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে ১০ থেকে ২০ কিমি ব্যাস যুক্ত এক গতিহীন শান্ত প্রায় মেঘশূন্য অবস্থা বিরাজ করে, একে ঘূর্ণবাতের চক্ষু বলে।
(vi) মলিসলের একটি উদাহরণ দাও ?
উত্তরঃ চারনোজেম মৃত্তিকা, চেস্টনাট মৃত্তিকা।
অথবা,
মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝায় ?
উত্তরঃ যে বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে কৃষি উৎপাদন সহ বিভিন্ন কাজে ব্যবহৃত মৃত্তিকাকে ক্ষয় ও অবনমনের হাত থেকে সম্পূর্ন বা আংশিক রক্ষা করা যায়। তাকেই বলে মৃত্তিকা সংরক্ষণ৷
(vii) ভারতের জীববৈচিত্রের উষ্মা অঞ্চলের দুটি উদাহরণ দাও।
উত্তরঃ পশ্চিমঘাট পর্বত ও হিমালয় অঞ্চল৷
(viii) বাজার বাগান কৃষির সংজ্ঞা দাও।
উত্তরঃ বড়ো বড়ো শহরের দৈনন্দিন শাকসবজি, ফুল, ফল প্রভৃতির চাহিদা মেটাতে যখন ওই সব শহরেরই উপকণ্ঠে বা শহরতলিতে অত্যন্ত আধুনিক পদ্ধতিতে ওই ফসলগুলির চাষ করা হয়, তখন তাকে বলে বাজার বাগান কৃষি।
অথবা,
ভারতের দুটি প্রধান চীনাবাদাম উৎপাদনকারী রাজ্যের নাম করো।
উত্তরঃ গুজরাট ও রাজস্থান।
(ix) পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম লেখো।
উত্তরঃ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ।
(x) পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও।
উত্তরঃ পরিকল্পনা অঞ্চলঃ কোন ভূ-খন্ডে সুষম অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিকল্পনার উদ্দেশ্য ও কর্মসূচীকে একইভাবে কার্যকর করা হয় এবং সমগ্র অঞ্চলটির ভূ-প্রাকৃতিক ও আর্থ সামাজিক অবস্থা অভিন্ন হয়, তাকেই তাকে পরিকল্পনা অঞ্চল বলে৷
অথবা,
ছত্রিশগড় অঞ্চলের প্রধান নদী কোনটি ?
উত্তরঃ মহানদী।
(xi) সমুদ্রতটের কোন অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত ?
উত্তরঃ সমুদ্র জলের উর্ধ্ব জলসীমা থেকে ভৃগুতটের পাদদেশের মধ্যে বিস্তৃর্ণ অঞ্চল পশ্চাৎ তটভূমি নামে পরিচিত।
(xii) অনুগামী নদীর সংজ্ঞা দাও।
উত্তরঃ ভূমির প্রধান বা প্রাথমিক ঢালকে অনুসরণ করে যে নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে। যেমন - গঙ্গা নদী।
(xiii) আইসোটিম কী ?
উত্তরঃ আলফ্রেড ওয়েবারের শিল্পস্থানিকতা তত্ত্বে কাঁচামাল ও উৎপন্ন পণ্যের সমপরিবহণ ব্যয় বিশিষ্ট স্থানগুলিকে যে বৃত্তাকার রেখা দ্বারা যুক্ত করা হয়, তাকে সমপরিবহণ ব্যয় রেখা বা আইসোটিম বলে।
অথবা,
আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম লেখো।
উত্তরঃ কলাম্বিয়া, আটলান্টা, অগাস্টা, ম্যাকন, রেলিগ, বার্মিংহোম।
(xiv) পর্যায়নের সংজ্ঞা দাও।
উত্তরঃ যে প্রক্রিয়ায় ক্ষয় ও সঞ্চয়কার্যের মাধ্যমে ভূত্বকের উপরিভাগের উচ্চতার পরিবর্তন ঘটে এবং বিভিন্ন উচ্চতাযুক্ত ভূমিরূপের ক্রমশ একটি সমতা এনে একটি সাধারণ তল বা পৃষ্ঠ গঠিত হয় তাকে পর্যায়ন বলে। অর্থাৎ ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলিকরণ হল পর্যায়ন।
অথবা,
গিজার কাকে বলে ?
উত্তরঃ ভূগর্ভের উষ্ণ জল বাষ্পসহ নিয়মিত এবং মোটামুটি নির্দিষ্ট সময় অন্তর প্রবল বেগে ফোয়ারার মত স্তম্ভাকারে উৎক্ষিপ্ত হলে তাকে গিজার বলে। যেমন - আমেরিকা যুক্তরাষ্ট্রের শুল্ড ফেথফুল গিজার।
No comments:
Post a Comment